পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ vరివa ৫৩। (১) যদি প্রয়োজনীয় তদন্তের পর সরকার এইরূপ অভিমত পোষন পরিষদ বাতিলকরণ করে যে, পরিষদ (ক) উহার দায়িত্ব পালনে অসমর্থ অথবা ক্রমাগতভাবে উহার দায়িত্ব পালনে ব্যর্থ হইয়াছেঃ 。 (খ) উহার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে অসমর্থ; èst (গ) সাধারণতঃ এমন কাজ করে যাহা জননস্বাৰ্থ বিরোধী; &o Q (ঘ) অন্য কোনভাবে উহার ক্ষমতার সীমা লংঘন বা ক্ষমতার অপব্যবহার ് করিয়াছে বা করিতেছে; ം് o তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা পরিষদকে & বাতিল করিতে পারিবেঃ o o (২) উপ-ধারা (১) এর অধীন কোন আদেশ প্রকাশিত হইলে-- () (ক) পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগন তাহদের পদে বহাল থাকিবেন না; Q (*) ཤ༦ལ། ཕ་ཨ་ཁུ་ཨོཾ་ཨཱཿ ཨཱཿལཨ ༥༦ལ༩༥༣་སིའི་ཨོཾ༔ a"i་༔ ༡༩༧༢ བཱ་ཙཱs নিয়োজিত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ পালন করবে। (5) উক্ত বাতিলদেশ সরকারী গেজেট প্রকাশিত হওয়ার নব্বই দিনের মধ্যে এই আইন ও বিধি মােতারেক পরিষদ পুনর্গঠত হইবে। N ৫৪। পরিষদ অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের সহিত একত্রে উহাদের সাধারন যুক্ত কমিটি স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়ের জন্য যুক্ত কমিটি গঠন করিতে পরিবে এবং অনুরূপ কমিটিকে তাহার যে কোন ক্ষমতা প্রদান করিতে পারিবে। No ৫৫। পরিষদ এবং অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে কোন বিরোধ দেখা পরিষদ ও অন্য কোন দিলে বিরোধীয় বিষয়টি নিস্পত্তির জন্য সরকারের নিকট প্রেরিত হইবে এবং এই "শৰ্বল ব্যাপারে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। - o - নির্দিষ্ট সময়ের জন্য" শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ২৬ ধারাবলে প্রতিস্থাপিত। * “উক্ত বাতিলাদেশ সরকারী গেজেটে প্রকাশিত হওয়ার নববই দিনের মধ্যে” শব্দগুলি “বাতিল থাকার মেয়াদ শেষ হইলে” শব্দগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ২৬ ধারাবলে প্রতিস্থাপিত।