পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిచ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ বার্ষিক প্রতিবেদন ৫২। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন সিণ্ডিকেটের নির্দেশ অনুসারে প্রস্তুত করিতে হইবে এবং পরবর্তী শিক্ষা বৎসরের ৩১শে জানুয়ারী তারিখে বা তৎপূর্বে উহা মঞ্জুরী কমিশনের নিকট পেশ করিতে হইবে। বার্ষিক হিসাব ৫৩। (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হিসাব ও ব্যালেন্স সিট সিণ্ডিকেটের - নির্দেশ অনুসারে প্রস্তুত করিতে হইবে এবং উহা মঞ্জুরী কমিশনের মনোনীত ് কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষিত হইবে। o (২) বাকি হব নীল এজন আদি মৰী শিল নিকট পেশ করিতে হইবে। o o o, ఫి ৫। কেন বান্তি দিল বা দিলে নেপল অতি బ్గాణా থাকার বা বিশ্ববিদ্যালয় বা কোন মহাবিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ বা অন্য কোন ಫ಼ircrಣ: (ক) অপ্রকৃতিস্থ, বধির বা বোবা হন বা অন্য কোন কারণে তাহার দায়িত্ব পালনে অক্ষম হন; S. o (খ) দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; o (গ) নৈতিক স্থলনজনিত অপরাধে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন; o (ঘ) সিন্ডিকেটের বিশেষ অনুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হউক বা সম্পাদিত হউক, এর প্রকাশনা, সংগ্রহ বা সরবরাহকারী কোন ..." বুলি তার হার বা আন কেন একর আর্থিক স্বার্থে জডিত থাকেন: o - তবে শর্ত থাকে যে, সংশয় বা বিরোধের ক্ষেত্রে কোন ব্যক্তি এই ধারা মোতাবেক অযোগ্য কিনা তাহা চ্যান্সেলর সাব্যস্ত করবেন এবং এই ব্যাপারে ং জহার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫৫। এই আইন, সংবিধি বা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে এতদসম্পর্কিত ༔ ཧྥུ་ལྗ”རྩིག་པ། র্কে বিধানের অবর্তমানে, কোন ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ বা অন্য কোন S সংস্থার সদস্য হওয়ার অধিকার সম্পর্কিত কোন প্রশ্ন চ্যান্সেলরের নিকট প্রেরিত s হইবে এবং এই ব্যাপারে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। S) কমিটি গঠন ৫৬। এই আইন বা সংবিধি দ্বারা কোন কর্তৃপক্ষকে কমিটি গঠনের ক্ষমতা প্রদান করা হইলে উক্ত কমিটি, অনুরূপ কোন বিধান করা না থাকিলে, উক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থিরীকৃত উহার সদস্য এবং প্রয়োজনবোধে অন্যান্য ব্যক্তি সমন্বয়ে গঠিত হইবে।