খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ VL8S (খ) জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধূলার উন্নয়ন; (গ) জনসাধারণের ব্যবহার্য স্থানে রেডিওর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ; (ঘ) যাদুঘর ও আর্ট গ্যালারী স্থাপন ও প্রদর্শনীর সংগঠন; (ঙ) পাবলিক হল ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং জনসভার জন্য & স্থানের ব্যবস্থা; No (চ) নাগরিক শিক্ষার প্রসার, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Ø পুনর্গঠন, স্বাস্থ্য সমাজ উন্নয়ন, কৃষি, শিক্ষা, গবাদি পশু প্রজনন o সম্পর্কিত এবং জনস্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয়ের উপর তথ্য o প্রচার; o (ছ) জাতীয় দিবস ও উপজাতীয় উৎসবাদি উদযাপন; ക്ക് (জ) বিশিষ্ট অতিথিগণের অভ্যর্থনা; ് (ঝ) শরীর চর্চার উন্নয়ন, খেলাধূলায় উৎসাহ দান এবং সমাবেশ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া ও খেলাধূলার ব্যবস্থা করা: (ঞ) স্থানীয় এলাকায় ঐতিহাসিক এবংমিলিলে (ট) আন্দ্রেস্থলও শে o (ঠ) সংস্কৃতি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা।
- ১৩। সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার
శా శా శాశశా కళా Ꮌ8 ] সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণে নহে এমন খেয়াঘাট ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ। འ། ༣།༤ ১৫। জনসাধারণের ব্যবহার্য উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও ༤ ཐང་ཨ་ཐང་ལ་ཁང་། ནང་༤། সরাইখানা, ডাকবাংলা এবং বিশ্রামাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণ। ১৭। সরকার কর্তৃক পলির উপর অর্পিত জনপরিকল্পনার বাস্তবাল। ১৮। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন।