পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ව8S. খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ১৯। পানি নিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থা, রাস্তা পাকাকরণ ও অন্যান্য জনহিতকর অত্যাবশ্যক কাজকরণ। ২০। স্থানীয় এলাকার উন্নয়নকল্পে নক্সা প্রণয়ন। ২১। স্থানীয় এলাকা ও উহার অধিবাসীদের ধমীয়, নৈতিক ও আর্থিক উন্নতি ് সাধনের জন্য ব্যবস্থা গ্রহণ। * &o *[২২ । পুলিশ (স্থানীয়)। Q ২৩। উপজাতীয় রীতিনীতি, প্রথা ইত্যাদি এক সামাজিকবি , N ২৪। ভূমি ও ভূমি ব্যবস্থাপনা। se o ২৫। কাপ্তাই হ্রদ ব্যতীত অন্যান্য নদী-নালা ও খাল-বিলের সুষ্ঠু ব্যবহার ও সেতু ব্যবস্থা। o ২৬ ৷ * ২৭। যুব কল্যাণ। & (N ২৮। স্থানীয় পর্যটন। o '•? ২৯। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ব্যতীত ই-প্রভমেন্ট ট্রাষ্ট ও অন্যান্য স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান। -ു. ৩০। স্থানীয় শিল্প বাণিজ্যের লাইসেন্স প্রদান। গু ক্ৰয় নপলাল। -Co SS ৩২। মহাজনী কারবার। o Q ৩৩। জুম চাষ।] ক্রমিক নং ২২-৩৩ এ উলিখিত এন্ট্রিসমূহ খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ৩৬ ধারাবলে সংযোজিত।