পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ vව8ෆ b l Σο SS ১২ । ১৩ । Ꮌ8 ! ᎼQ ! >W)| Ꮌ Ꮔ ! e$ yb" | আবাসিক এলাকা হইতে এই আইনের অধীন নির্ধারিত দূরত্বের মধ্যে চামড়া রং করা বা পাকা করা। আবাসিক এলাকা হইতে এই আইনের অধীন নির্ধারিত দূরত্বের মধ্যে মাটি খনন, পাথর বা অন্য কিছু খনন করা। আবাসিক এলাকা হইতে পরিষদ কর্তৃক নিষিদ্ধ দূরত্বের মধ্যে ইটের ভাটি, চুন-ভাটি, কাঠ কয়লা ভাটি ও মৃৎশিল্প স্থাপন। আবাসিক এলাকা হইতে পরিষদ কর্তৃক নিষিদ্ধ দূরত্বের মধ্যে মৃত জীবজন্তুর দেহাবশেষ ফেলা। এই আইনের অধীন নির্দেশিত হওয়া সত্ত্বেও কোন জমি বা ইমারত হইতে আবর্জনা, জীবজন্তুর বিষ্ঠা, সার অথবা দূর্গন্ধযুক্ত অন্য কোন পদার্থ অপসারণে ব্যর্থতা। o o এই আইনের অধীন নির্দেশিত হওয়া সত্ত্বেও কোন শৌচাগার, রাখিবার জন্য অন্যান্য স্থান বা পাত্র আচ্ছাদনে, অপসারণে, রক্ষণ করিতে ব্যর্থতা। ൽ > এই আইনের অধীন কোন আগাছা, ঝোপঝাড় বা লতাগুলা জনস্বাস্থ্যের বা পরিবেশের জন্য প্রতিকূল ঘোষণা করা সত্ত্বেও, ইহা অপসারণ বা পরিস্কার করতে সংশ্লিষ্ট জরিমাকে বা দখলদার বার্থতা। জনপথ সংলগ্ন কোন স্থানে জনানো কোন আগাছা, লতাগুলা বা গাছপালা জনপথের উপর ঝুলিয়া পড়িয়া অথবা জনসাধারণের ব্যবহার্য পানির কোন পুকুর, কুয়া বা অন্য কোন উৎসের উপর বুলিয়া পড়িয়া চলাচলের বিঘ্ন সৃষ্টি করা সত্ত্বেও বা পানি দূষিত করা সত্ত্বেও অথবা উহা এই আইনের অধীন জনস্বাস্থ্যের হানিকর বলিয়া ঘোষিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট স্থানের মালিক বা দখলদার কর্তৃক উহা কাটিয়া ফেলিতে, অপাকতে বাছটিয়া কেলিতে বাৰ্তা। এই আইনের অধীন জনস্বাস্থ্যের জন্য বা পাশ্ববর্তী এলাকার জন্য বা ক্ষতিকর বলিয়া বােতিপস্থায় জমিতে সেটের ব্যবস্থ করা। ~ এই আইনের বিধান অনুসারে প্রয়োজনীয় অনুমতি ব্যতিরেকে ইচ্ছাকৃতভাবে অথবা অবহেলাভরে পায়খানার গর্ত বা পায়খারার নালা হইতে মলমূত্র বা অন্য কোন ক্ষতিকর পদার্থ কোন জনপথ বা জনসাধারণের ব্যবহার্য কোন স্থানের উপর ছড়াইয়া পড়িতে বা গড়াইয়া যাইতে দেওয়া বা এতদুদ্দেশ্যে ব্যবহৃত নয় এই প্রকার কোন নর্দমা, খাল বা পয়ঃপ্রণালীর উপর পতিত হইতে দেওয়া । ...too§