খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ vව8 දෘ ৩১। কোন বৃক্ষ বা উহার শাখা কর্তন বা কোন দালান বা উহার কোন অংশ নির্মাণ বা ভাংচুর এই আইনের অধীন জনসাধারণের জন্য বিপজ্জনক বা বিরক্তিকর বলিয়া ঘোষণা করা সত্ত্বেও উহার কর্তন, নির্মাণ বা ভাংচুর। ৩২। পরিষদের অনুমোদন ব্যতিরেকে কোন রাস্তা নির্মাণ। è ৩৩। এতদুদ্দেশ্যে নির্ধারিত কোন স্থান ব্যতীত অন্য কোন স্থানে কোন o বিজ্ঞাপন, নোটিশ, প্ল্যাকার্ড বা অন্য কোন প্রকার প্রচারপত্র আঁটিয়া § দেওয়া । ് ৩৪। এই আইনের অধীন বিপজ্জনক বলিয়া ঘোষিত পদ্ধতিতে কাঠ, ঘাস, খড় <o" বা অন্য কোন দাহ্য বস্তু স্তুপীকৃত করা। o ৩৫। এই আইনের অধীন প্রয়োজনীয় অনুমতি ব্যতিরেকে কোন রাস্তার উপরে রাস্তাতে যানবাহন বা জীবজন্তুকে থামাইবার স্থান হিসাবে অথবা তাবু খাটাইবার স্থান হিসাবে ব্যবহার করা। o o ৩৬। গৃহপালিত জীবজন্তুকে ইতস্ততঃ ঘুরিয়া বেড়াইতে দেওয়া। ԾԳ | সূর্যস্তের অর্ধবন্ট পর হইতে সূর্যোদয়ের অধস্ট পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে কোন মানবাহন যা বাতির বহু না করিয়া চালানাে। o ৩৮। যানবাহন চালানোর সময় সংগত কারণ ব্যতীত রাস্তার বাম পার্শ্বে না থাকা অথবা একই দিকগামী অন্য কোন যানবাহনের ডান পার্শে না থাকা অথবা রাস্তায় চলাচল সংক্রান্ত অন্যান্য বিধি না মানা। - ৩৯। এই আইনের অধীন প্রদত্ত কোন নিষেধাজ্ঞা ভংগ করিয়া রেডিও বা གཡུ་ཏྲའམ་(བྷ་ཥ་ཀཝ་ཡ་ཤ་ཨ་བྷཀ་ཝ་པཱུའི་ཐཤ ། =\ ৪০। আগ্নেয়াস্ত্র, পটকা বা আতসবাজী এমনভাবে ছোড়া অথবা উহাদের লইয়া ং এমনভাবে খেলায় বা শিকারে রত হওয়া যাহাতে পথচারী বা পার্শ্ববর্তী ১ এলাকায় বসবাসকারী বা কর্মরত লোকজনের বা কোন সম্পত্তির বিপদ so বা ক্ষতি হয় বা হইবার সম্ভাবনা থাকে। CŞ ৪১। পথচারীদের বা পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বা কর্মরত লোকজনের বিপদ হয় বা বিপদ হইবার সম্ভাবনা থাকে এমনভাগে গাছ কাটা, দালান কোঠা নির্মাণ বা খনন কাজ পরিচালনা করা অথবা বিস্ফোরণ ঘটানো।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।