VLA8 বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ব্যাখ্যা- দফা (ঘ) তে উল্লিখিত উপজাতীয় মহিলা সদস্যগণের ক্ষেত্রে জেলার বিভিন্ন উপজাতির জন্য কোটা থাকিবে না ।] (২) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ ভোটে এই আইন ও বিধি অনুযায়ী নির্বাচিত হইবেন। 。 (৩) উপ-ধারা (১)(খ) তে উল্লিখিত উপজাতীয় সদস্যগণের মধ্যে- èst (ক) দশ জন নির্বাচিত হইবেন মারমা ও খিয়াং উপজাতি হইতে; o (খ) তিন জন নির্বাচিত হইবেন ম্রো (মুরং) উপজাতি হইতে; ് (*) --శశి. (ঘ) కళాశవాణా సౌశాfళ (8) একজন নির্বাচিত হইবেন বােম, লুসাই ওপণ্ড উপজাতি হইতে (5) జాతా ఈ శాకాగడా (ছ) এক জন নির্বাচিত হইবেন খুশী উপজাতি হইতে; (জ) একজনচিত ইনেটাক উপজাত হইতে। (8) oयाचमानऽजल्लहोत्रमथाइड नदीडिश्चन।
- (৪ক) চেয়ারম্যান পদের জন্য যে কোন উপজাতীয় মহিলা, এবং উপধারা (৩) এ উল্লিখিত কোন উপজাতির জন্য নির্ধারিত সদস্য পদের জন্য যে কোন উপজাতীয় মহিলা এবং উপ-ধারা (১) (গ) তে উল্লিখিত অ-উপজাতীয় সদস্য পদের জন্য যে কোন অ-উপজাতীয় মহিলা, বিধির বিধান সাপেক্ষে নির্বাচনে প্রার্থী হইতে পরিবেন।
(৫) কোন ব্যক্তি উপজাতীয় কি না এবং হইলে তিনি কোন উপজাতির সদস্য তাহা জেলার সার্কেল চীফ স্থির করবেন এবং এতদসম্পর্কে সিার্কেল ং চীফের নিকট হইতে প্রাপ্ত সুর্টিফিকেট ব্যতীত কোন ব্যক্তি উপজাতীয় হিসাবে ് চেয়ারম্যান বা কোন উপজাতীয় সদস্য পদের জন্য প্রার্থী হইতে পারিবেন না। ```ു °C “উপ-ধারা (১)(খ) তে উলিখিত” শব্দগুলি, বন্ধনীগুলি, সংখ্যা ও বর্ণ বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ so (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত। cSR * উপ-ধারা (৪ক) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং CŞ আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত। (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। “সার্কেল চীফের” শব্দগুলি “ডেপুটি কমিশনারের” শব্দগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। 8