চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হওয়া ○○br বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ তবে শর্ত থাকে যে, উক্তরূপ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে চেয়ারম্যান বা উক্ত দান করিতে হইবে। (৩) উপ-ধারা (২) অনুযায়ী সিদ্ধান্ত অনুমোদিত হইলে চেয়ারম্যান বা উক্ত সদস্য তাহার পদ হইতে অপসারিত হইয়া যাইবেন। (৪) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারা অনুযায়ী অপসারিত কোন ব্যক্তি পরিষদের অবশিষ্ট মেয়াদের জন্য কোন পদে নির্বাচিত হইবার যোগ্য হইবে না। ১৩। (১) চেয়ারম্যান বা কোন সদস্যের পদ শূন্য হইবে འཨོཾ་ ༣ནི་།(ক) তাহার নাম সরকারী গেজেটে প্রকাশিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে তিনি ধারা ৭ এ নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিতহত হওয়ার পূর্বে সরকার যথার্থ কারণে ইহা বর্ধিত করিতে পরিবে: ©o (খ) তিনি ধারা ৫ বা ৬ এর অধীনে তাহার পদে থাকার অযোগ্য হইয়া যান; (N(*) তিন ধর৯ এর অধীনে তাহার পদ ত্যাগ করেন; -Yo - (ঘ) গ্রিাম এর অধীনে তাহার পদ হইতে অপসারিত হন; (૭) তিনি মৃত্যুবরণ করেন। (২) চেয়ারম্যান বা কোন সদস্য তাঁহার নির্বাচনের পর ধরা ৫ বা ৬ এর অধীনে অযোগ্য হইয়া গিয়াছেন কি না সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে, নিকট প্রেরিত হইবে, এবং জেলা জজ যদি এই অভিমত ব্যক্ত করেন যে, উক্ত ് So CŞ § চেয়ারম্যান বা সদস্য অনুরূপ অযোগ্য হইয়া গিয়াছেন, তাহা হইলে তিনি স্বীয় পদে বহাল থাকিবেন না এবং জেলা জজের উক্ত অভিমত ব্যক্ত করার তারিখ হইতে চেয়ারম্যান বা সদস্যের পদটি শূন্য হইবে। (৩) চেয়ারম্যান বা কোন সদস্যের পদ শূন্য হইলে তাহা সরকারী গেজেটে প্রকাশ করা হইবে। ১৪। চেয়ারম্যানের পদ কোন কারণে শূন্য হইলে বা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, নূতন নির্বাচিত চেয়ারম্যান তাহার পদে যোগদান না করা পর্যন্ত বা è èst
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।