পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬০ বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (৪) সরকার প্রয়োজনবোধে অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করিতে পারিবে । (৫) এই ধারার অধীন গঠিত অন্তর্বর্তীকালীণ পরিষদের মেয়াদান্তে সাধারণ নির্বাচনের মাধ্যমে যে নতুন পরিষদ গঠিত হইবে উহার বা উহার পরবর্তী NONপরিষদের ক্ষেত্রে ধারা ১৬ এর শতাংশের কিছুই প্রযোজ্য হইবে না। ് (৬) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার বিধানাবলী কার্যকর হইবে।] ം് ভোটার হওয়ার *[১৭। (১) পরিষদের নির্বাচনের জন্য কোন ব্যক্তি ভোটার তালিকাভূক্ত যোগ্যতা ও ভোটার - লিকা হইবার যোগ্য হইবেন, যদি তিনি- & (ক) বাংলাদেশের নাগরিক হন; o (খ) অনূ্যন আঠার বৎসর বয়স্ক হন; so (*) কোন উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ ঘোষিত না হন এবং šo (ঘ) বান্দরবন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হন।] গুলি কি লিলি ললেতো আলি প্রণয়ন করিবে।]] -o -G ভোটাধিকার Ybr | কোন ব্যক্তির নাম, ধারা ১৭ এর অধীনে প্রণীত এবং আপাততঃ বলবৎ ভোটার তালিকায় লিপিবদ্ধ থাকিলে তিনি পরিষদের যে কোন নির্বাচনে ভোট দিতে পারবেন। o * ১৯। কোন ব্যক্তি একই সংগে চেয়ারম্যান এবং উপজাতীয় সদস্য পদের ఫి *" জন্য নির্বাচন প্রার্থী হইতে পারিবেন না। o കു ~ • “ও ভোটার তালিকা" শব্দগুলি বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৫ নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত। & ধারা ১৭ বান্দরবন পর্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) ১১ ধারাবলে প্রতিস্থাপিত। so বিদ্যমান বিধান উপ-ধারা (১) রূপে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের cSR ৩৫ নং আইন) এর ৩ ধারাবলে সংখ্যায়িত। CŞ * উপ-ধারা (২) বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৫ নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত ।

  • “ধারা ১৭ এর অধীনে প্রণীত এবং আপাততঃ বলবৎ ভোটার তালিকায়” শব্দগুলি ও সংখ্যাটি "ধারা ১৭তে উলিখিত ভোটার তালিকায় আপাততঃ” শব্দগুলি ও সংখ্যাটির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।