CŞ বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ৩৬১ ২০। (১) নির্বাচন কমিশন এই আইন ও বিধি অনুযায়ী চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা সদস্যদের নির্বাচন অনুষ্ঠানও পরিচালনা করিবে। (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচনের জন্য বিধি প্রণয়ন করিবে এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- ് *(ক) নির্বাচন এলাকা নির্ধারণ;] &o M(কক)] নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ് অফিসার, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং তাহাদের ক্ষমতা ও দায়িত্ব; >So (খ) প্রার্থী মনোনয়ন, মনোনয়নের ক্ষেত্রে আপত্তি এবং মনোনয়ন বাছাই; s - (গ) প্রার্থীগণ কর্তৃক প্রদেয় জামানত এবং উক্ত জামানত ফেরত প্রদান বা বাজেয়াপ্তকরণ; o (ঘ) প্রার্থী-পদ প্রত্যাহার; Q N (ঙ) প্রার্থীগণের এজেন্ট নিয়োগ; o© (চ) প্রতিদ্বন্দ্বীতা এবং বিনা-প্রতিদ্বন্দ্বীতার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি; (ছ) ভোট গ্রহণের তালিকা, সময় ও স্থান এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়; & (জ) ভোট দানের পদ্ধতি; S (ঝ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত ও বিলিবন্টন; & (ঞ) যে অবস্থায় ভোট গ্রহণ স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহণ করা “নির্বাচন কমিশন” শব্দগুলি “সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন, অতঃপর নির্বাচন কমিশন বলিয়া উলিখিত,” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৫ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত। * দফা (ক) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ১২ ধারাবলে সন্নিবেশিত। বিদ্যমান দফা (ক) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ১২ ধারাবলে দফা (কক) রূপে সংখ্যায়িত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।