বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ○○○ (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত কর্মকর্তাগণকে সরকার অন্যত্র বদলী করিতে এবং বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত, বরখাস্ত, অপসারণ বা অন্য কোন প্রকার শাস্তি প্রদান করিতে পারিবে।] ৩৩। (১) পরিষদ উহার কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য ভবিষ্য তহবিল ভবিষ্য তহবিল - গঠন করিতে পারিবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত হারে উক্ত তহবিলে চাদা ইত্যাদি o প্রদান করিবার জন্য উহার কর্মকর্তা ও কর্মচারীগণকে নির্দেশ দিতে পারিবে। ് - (২) পরিষদ ভবিষ্য তহবিলে চাদা প্রদান করিতে পারিবে। o (৩) পরিষদের কোন কর্মকর্তা বা কর্মচারী তাহার উপর অর্পিত দায়িত্ব ত পালন করার কারণে অসুস্থ হইয়া বা আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যু বরণ করিলে <o পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে, উক্ত কর্মকর্তা বা কর্মচারীর পরিবারবর্গকে & প্রবিধান অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান করিতে পরিবে। * (৪) পরিষদ উহার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রবিধান অনুযায়ী সামাজিক বীমা প্রকল্প চালু করিতে পারিবে এবং উহাতে তাহাদিগকে চাঁদা প্রদানের নির্দেশ দিতে পারিবে । so N (৫) পরিষদ উহার কর্মচারীদের জন্য প্রবিধান অনুযায়ী বদান্য তহবিল গঠন করিতে পারিবে এবং উহা হইতে উপ-ধারা (৩) এ উল্লিখিত গ্র্যাচুইটি এবং প্রবিধান অনুযায়ী অন্যান্য সাহায্য প্রদান করিতে পারিবে। O(৬) উপ-ধারা (৫) এর অধীন গঠিত তহবিলে পরিষদ চাঁদ প্রদান করিতে পারিবে । & so ৩৪। পরিষদ প্রবিধান দ্বারা - (ক) পরিষদ কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরীর শর্তাদি নির্ধারণ চাকুরী প্রবিধান o (খ) পরিষদ কর্তৃক নিয়োগ করা যাইবে এইরূপ সকল পদে নিয়োগের জন্য যোগ্যতা এবং নীতিমালা নির্ধারণ করিতে পারিবে: ()క్షన్స్క్రి ©' ನ್ತಗ್ಗಲ್ಗೆಜ್ಜೇಕ್ಖನ್ದಿ। ২১ তাহদের বিরুদ্ধে শাস্তির বিধান ও শাস্তির বিরুদ্ধে আপলের বিধান - করিতে পারিবে: N sò (ঘ) পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য CŞ প্রয়োজনীয় বিধান করিতে পারিবে।
- “প্রবিধান অনুযায়ী” শব্দগুলি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮
সনের ১১ নং আইন) এর ১৫ ধারাবলে সন্নিবেশিত।