৩৭২ বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ পরিষদ বাতিলকরণ ৫৩। (১) যদি প্রয়োজনীয় তদন্তের পর সরকার এইরূপ অভিমত পোষণ করে যে, পরিষদ (ক) উহার দায়িত্ব পালনে অসমর্থ অথবা ক্রমাগতভাবে উহার দায়িত্ব পালনে ব্যর্থ হইয়াছে; - o (খ) উহার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে অসমর্থ; ę (গ) সাধারণতঃ এমন কাজ করে যাহা জনস্বাৰ্থ বিরোধী; o (ঘ) অন্য কোনভাবে উহার ক্ষমতার সীমা লংঘন বা ক্ষমতার - করিয়াছে বা করিতেছেঃ ക് o তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা পরিষদকে] বাতিল করিতে পারিবে: o Q. তবে শর্ত থাকে যে, উক্ত আদেশ প্রদানের পূর্বে পরিষদকে উহার বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগ দিতে হইবে। & Q, (২) উপ-ধারা (১) এর অধীনে আদেশ প্রকাশিত হইলে (ক) পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ তাহাদের পদে বহাল থাকবেন না ১ (খ) বাতিল থাকাকালীন সময়ে পরিষদের যাবতীয় দায়িত্ব সরকার কর্তৃক কেনেবাবে আপনার (৩) উক্ত বাতিলাদেশ সরকারী গেজেটে প্রকাশিত হওয়ার নব্বই দিনের মধ্যে এই আইন ও বিধি মোতাবেক পরিষদ পুনর্গঠিত হইবে। o যুক্ত কমিটি ৫৪।পদ জনা কেন স্থানীয় কর্তৃপক্ষে সহিত একত্রউহাদে সাল - স্বর্থ-সংশ্লিষ্ট কোন বিষয়ের জন্য যুক্ত কমিটি গঠন করিতে পারিবে এবং অনুরূপ so কমিটিকে উহার যে কোন ক্ষমতা প্রদান করিতে পারিবে । N পরিষদ ও অন্য কোন ৫৫। পরিষদ এবং অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে কোন বিরোধ দেখা क़ुरई*** निळा विवाबीच विभूति तिस्थखि जुमा शतकातंत्र निक अविड इंग्लव सद७३ དགར་ལ་ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। - নিদিষ্ট সময়ের জন্য” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত।
- “উক্ত বাতিলাদেশ সরকারী গেজেটে প্রকাশিত হওয়ার নববই দিনের মধ্যে” শব্দগুলি “বাতিল থাকার মেয়াদ শেষ হইলে” শব্দগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত।