পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԾԳ8 বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ জেলা পুলিশ ৬২। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, বান্দরবন পার্বত্য জেলা পুলিশের (* * *] সাব-ইন্সপেক্টর ও হইবেন এবং পরিষদ তাহাদের বদলী ও প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তবে শর্ত থাকে যে, উক্ত নিয়ােগের ক্ষেত্রে বান্দরবন পর্বত্য জেলার ৯ উপজাতীয় বাসিন্দাদের অগ্রাধিকার বজায় থাকিবে ।] è (২) পরিষদ কর্তৃক নিযুক্ত জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের চাকুরীর শতাবলী, তাহাদের প্রশিক্ষণ, সাজসজ্জা, দায়িত্ব ও কর্তব্য এবং তাহাদের পরিচালনা অন্যান্য জেলা পুলিশের অনুরূপ হইবে এবং এতদসংক্রান্ত বিষয়ে জেলা পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য সকল আইন, উপ-ধারা (১) এর বিধান সাপেক্ষে, তাহাদের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে। so (৩) বান্দরবন পার্বত্য জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যগণ তাহাদের দায়িত্ব ও কর্তব্য পালনের ব্যাপারে, এতদসংশ্লিষ্ট অন্যান্য আইনের বিধান অনুযায়ী, প্রয়োজনীয় অভিযোজনসহ) পরিষদের নিকট দায়ী থাকিবেন। o পুলিশের দায়িত্ব ৬৩। বান্দরবন পার্বত্য জেলায় কোন অপরাধ সংঘটিত হইলে ইহার তথ্য পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা এবং পরিষদের চেয়ারম্যান এবং ইহার কর্মকর্তাগণকে আইনানুগ কর্তৃত্ব প্রয়োগে সহায়তা দান করা সকল পুলিশ কর্মকর্তার দায়িত্ব হইবে। ভূমি সংক্রান্ত বিশেষ ૧૭૬ (છ) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না বিধান কেন- ~' Q. so (ক) বান্দরবন পার্বত্য জেলার এলাকাধীন বন্দোবস্তযোগ্য খাস জমিসহ যে o বন্দোবস্ত, ক্রয়, বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করা যাইবে না: - S “সহকারী” শব্দটি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং ভাইন) এর ২৭ ধারাবলে বিলুপ্ত। শর্তাংশটি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) -് এর ২৭ ধারাবলে প্রতিস্থাপিত। “এতদসংশি0ষ্ট অন্যান্য আইনের বিধান অনুযায়ী, প্রয়োজনীয় অভিযোজনসহ,” শব্দগুলি ও কমাগুলি “আপাততঃ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ২৭ ধারাবলে প্রতিস্থাপিত। “ ধারা ৬৪ বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত।