বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ଏ୬୩ (୪ তবে শর্ত থাকে যে, সংরক্ষিত (Reserved) বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পকারখানা ও সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নামে রেকর্ডকৃত জমির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। (খ) পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোন প্রকারের জমি, পাহাড় ও NONবনাঞ্চল পরিষদের সহিত আলোচনা ও উহার সম্মতি ব্যতিরেকে ് সরকার কর্তৃক অধিগ্রহণ ও হস্তান্তর করা যাইবে না। No (২) হেডম্যান, চেইনম্যান, আমিন, সার্ভেয়ার, কানুনগো ও সহকারী è কমিশনার (ভূমি) এর কার্যাদি পরিষদ তত্ত্বাবধান ও নিয়ন্ত্ৰণ করিতে পারিবে। o (৩) কাপ্তাই হ্রদের জলে ভাসা জমি (Fringe land) অগ্রাধিকার ভিত্তিতে o জমির মূল মালিকদেরকে বন্দোবস্ত দেওয়া হইবে। s ৬৫। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ভূমি উন্নয়ন কর বান্দরবন পার্বত্য জেলার এলাকাভূক্ত ভূমি বাবদ আদায়যোগ্য ভূমি উন্নয়ন কর আদায় আরো পমিলনান্ত বাকির এক আয়কৃতক পদে তহবিল জমা হইবে।] No ৬৬। (১) বান্দরবন পার্বত্য জেলার বাসিন্দা এমন উপজাতীয়গণের মধ্যে উপজাতীয় বিষয়ে কোন সামাজিক, সাংস্কৃতিক বা উপজাতীয় বিষয়ে বিরোধ দেখা দিলে বিরোধটি বিরোধ নিম্পত্তি এবং তিনি সংশ্লিষ্ট উপজাতীয়গণের মধ্যে প্রচলিত রীতি-নীতি অনুযায়ী বিরোধের নিম্পত্তি করিবেন। S NY (২) করবার সঙ্গে কিল্ডেন হেডম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে বান্দরবন বোমং চীফ এবং বোমং চীফের সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগের কমিশনারের নিকট আপীল করা যাইবে এবং কমিশনারের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। (b) বােন ঈ বা কমিশনার কোন আপীল নিস্পত্তির পূর্বে, সংশ্লিষ্ট 2ལ་སྤྲད་དམ་གྲང་ན་བཟང་ཁང་ཁུངས་ལ་“ལ་ལ་“ཁ་ཕཁན་ཨ་བ་གང་ལ་ལ་ (৪) পরিষদ প্রবিধান দ্বারা এই ধারায় উল্লিখিত বিরোধ নিস্পত্তির জন্যes (ক) বিচার পদ্ধতি, so (খ) বিচার প্রার্থী ও আপীলকারী কর্তৃক প্রদেয় ফিস, ত নির্ধারণ করতে পারবে।
- ধারা ৬৫ বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন)
এর ২৯ ধারাবলে প্রতিস্থাপিত।