পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૧૭ বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ পরিষদ ও সরকারের *৬৭। পরিষদ এবং সরকারের কার্যাবলীর মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখা ుశా দিলে, এতদৃবিষয়ে সরকার বা পরিষদ পরস্পরের নিকট সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করিতে পারিবে এবং পারস্পরিক যোগাযোগ বা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হইবে ।] বিধি প্রণয়ণের ক্ষমতা ৬৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, ജ് পরামর্শক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে ৯ পারিবে।] Q ം് (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- o _* (খ) হিসাব রক্ষণাবেক্ষণ এবং নিরীক্ষণত (গ) পরিষদের কর্মকর্তা ও কর্মচারী এবং অন্য কোন ব্যক্তির দায়-দায়িত্ব§ নির্ধারণ করার পদ্ধতি ১০ > (ঘ) পরিষদের আলুর বিরুদ্ধে আপীলের পদ্ধতি; (8) পদপ্রদর্শন পদ্ধতি এবং পরিদর্শকের ক্ষমতা; (চ) এই আইনের অধীন বিধি দ্বারা নির্ধারণ করতে হইবে বা করা যাইবে এইরূপ যে কোন বিষয়। (৩) কোন বিধি প্রণীত হওয়ার পর, পরিষদের বিবেচনায় যদি উক্ত বিধি বান্দরবন পার্বত্য জেলার জন্য কষ্টকর বা আপত্তিকর বলিয়া প্রতীয়মান হয় তাহা হইলে, পরিষদ সংশ্লিষ্ট কারণ উল্লেখপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাবসহ উক্ত বিধি o পুনর্বিবেচনা, সংশোধন, বাতিল বা উহার প্রয়োগ শিথিল করার জন্য সরকারের নিকট আবেদন করিতে পারিবে এবং সরকার এই আবেদন বিবেচনাক্রমে Q প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে।] § so & * ধারা ৬৭ বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) Q এর ৩০ ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (১) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং

আইন) এর ৩১ ধারাবলে প্রতিস্থাপিত। উপ-ধারা (৩) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩১ ধারাবলে সংযোজিত।