পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ଏ୬୩ ୩ ৬৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, পঞ্চ * *] এই আইনের প্রবিধান প্রণয়নের বা কোন বিধির বিধানের সহিত অসামঞ্জস্য না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন ক্ষমতা করিতে পারিবে [: তবে শর্ত থাকে যে, প্রণীত প্রবিধানের কোন অংশ সম্পর্কে সরকার যদি NONমতভিন্নতা পোষণ করে তাহা হইলে সরকার উক্ত প্রবিধান সংশোধনের জন্য ് পরিষদকে পরামর্শ দিতে বা অনুশাসন করিতে পারিবে।] No (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না è যাইবে, যথা:- <o & (ক) পরিষদের কার্যাবলী পরিচালনা, o (খ) পরিষদের সভায় ফোরাম নির্ধারণ, & (গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন, so (ঘ) পরিষদের সভা আহবান , o (ঙ) পরিষদের সভার কার্যবিবরণী লিখন, § (5) পরিষদের সভায় গৃহীত প্রস্তরে বাস্তান (ছ) সাধারণ সীলমোহরের হেফাজত ও ব্যবহার পঞ্চ * * S .ു (ঝ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং উহাদের কাজের পরিধি নির্ধারণ, o o (ঞ)ক হিসংক্রান্ত যাবতীয় বিষয়, (ট) পরিষদ কর্তৃক নিয়োগ করা যাইবে এমন সকল পদে কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ ও তাহদের শৃংখলা, §. (ঠ) কর, রেইট, টোল এবং ফিস ধার্য ও আদায় সম্পর্কিত যাবতীয় বিষয়, so & * "সরকারের পূবানুমোদনক্রমে,” শব্দগুলি ও কমা বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, CŞ ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩২ ধারাবলে বিলুপ্ত।

  • কোলন (:) দাড়ির ( ) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ

(সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩২ ধারাবলে সংযোজিত। ৬ দফা (জ) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩২ ধারাবলে বিলুপ্ত। -