○brミ বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ প্রথম তফসিল পরিষদের কার্যাবলী (ধারা ২২ দ্রষ্টব্য) ১। জেলার আইন শৃংখলা তত্ত্বাবধান, সংরক্ষণ ও উহার উন্নতি সাধন। NON ২। জেলার স্থানীয় কর্তৃপক্ষসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় সাধন ১০ উহাদের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, পর্যালোচনা ও হিসাব নিরীক্ষণ; উহাদিগকে সহায়তা, সহযোগিতা ও উৎসাহ দান। ৩। শিক্ষা- ് . -- (ক) প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ; N (খ) সাধারণ পাঠাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণ; s (গ) ছাত্রবৃত্তির ব্যবস্থা; o (ঘ) ছাত্রাবাস স্থাপন ও রক্ষণাবেক্ষণ; o (ঙ) প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ; S (চ) শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক মঞ্জুর প্রদান (ছ) বয়স্ক শিক্ষার ব্যবস্থা; & (জ) শিশু ছাত্রদের জন্য দুগ্ধ সরবরাহ ও খাদ্যের ব্যবস্থা; (ঝ) গরীব ও দুঃস্থ ছাত্রদের জন্য বিনামূল্যে বা হ্রাসকৃত মূল্যে পাঠ্য পুস্তক সরবরাহ; > (ঞ) পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্ৰী বিক্রয় কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ শ; (ট) বৃত্তিমূলক শিক্ষা; (ঠ) মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা (ড) মাধ্যমিক শিক্ষা।] ெ স্বাস্থ্যo (ক) হাসপাতাল, ডাক্তারখানা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ডিসপেনসারী স্থাপন ও রক্ষণাবেক্ষণ; o (খ) ভ্ৰাম্যমান চিকিৎসক দল গঠন, চিকিৎসা সাহায্য প্রদানের জন্য সমিতি o গঠনে উৎসাহ দান; So N (গ) ধাত্রী প্রশিক্ষণ; O Q
- “তত্ত্বাবধান,” শব্দ এবং কমাটি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮
সনের ১১ নং আইন) এর ৩৫ ধারাবলে সংযোজিত।
- সেমিকোলন (:) দাড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর এন্ট্রিসমূহ বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার
পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩৫ ধারাবলে সংযোজিত।