○br8 বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (জ) গৃহপালিত পশু খামার স্থাপন ও সংরক্ষণ: (ঝ) হাঁস-মুরগী খামার স্থাপন ও সংরক্ষণ; (ঞ) গৃহপালিত পশু ও হাঁস-মুরগী পালন উন্নয়নের ব্যবস্থা গ্রহণ; (ট) দুগ্ধ খামার স্থাপন ও সংরক্ষণ। ৮। মৎস্যসম্পদ উন্নয়ন, মৎস্য খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ, মৎস্য ব্যাধি o প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। Q, ৯। সমবায় উন্নয়ন ও সমবায় জনপ্রিয়করণ এবং উহাতে উৎসাহ দান। ২৫৮ ১০। শিল্প ও বাণিজ্য- è (ক) ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং উহাতে উৎসাহ দান; o (খ) স্থানীয় ভিত্তিক বাণিজ্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন; <o (গ) হাট বাজার স্থাপন, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ; o (ঘ) গ্রামাঞ্চলে শিল্পসমূহের জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণের ব্যবস্থা; oSA (ঙ) গ্রামভিত্তিক শিল্পের জন্য শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান; (চ) গ্রাম বিপণী স্থাপন ও সংরক্ষণ। MC) ১১ । সমাজকল্যাণ- No (ক) দুঃস্থ ব্যক্তিদের জন্য কল্যাণ সদন, আশ্রম সদন, অনাথ আশ্রম, এতিমখানা, বিধবা সদন এবং অন্যান্য কল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ; ১ (*) মৃত নিঃস্ব ব্যক্তিদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থ করা: (*) ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধ ঘ) জনগণের মধ্যে সামাজিক, নাগরিক এবং দেশপ্রেমমূলক গুণাবলীর ২০ উন্নয়ন - & (ঙ) দরিদ্রদের জন্য আইনের সাহায্য (লিগ্যাল এইড) সংগঠন; - SA (চ) সালিশী ও আপোষের মাধ্যমে বিরোধ নিম্পত্তির ব্যবস্থা গ্রহণ; QN (ছ) দুঃস্থ ও ছিন্নমূল পরিবারের সাহায্য ও পুনর্বাসন; *N (জ) সমাজকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ; তে ১২। সংস্কৃতি§ (ক) সাধারণ ও উপজাতীয় সংস্কৃতিমূলক কর্মকাণ্ড সংগঠন ও উহাতে উৎসাহ দানং (খ) জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধূলার উন্নয়ন: (গ) জনসাধারণের ব্যবহার্য স্থানে রেডিওর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ; (ঘ) যাদুঘর ও আর্ট-গ্যালারী স্থাপন ও প্রদর্শনীর সংগঠন; (ঙ) পাবলিক হল ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং জনসভার জন্য স্থানের ব্যবস্থা;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।