বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ○br(? (চ) নাগরিক শিক্ষার প্রসার, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও পুনর্গঠন, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, কৃষি, শিক্ষা, গবাদি পশু প্রজনন সম্পর্কিত এবং জনস্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয়ের উপর তথ্য প্রচার; (ছ) জাতীয় দিবস ও উপজাতীয় উৎসবাদি উদ্যাপন; (জ) বিশিষ্ট অতিথিগণের অভ্যর্থনা; NON(ঝ) শরীরচর্চার উন্নয়ন, খেলাধূলায় উৎসাহ দান এবং সমাবেশ ও ് প্রতিযোগিতামূলক ক্রীড়া ও খেলাধূলার ব্যবস্থা করা: o (ঞ) স্থানীয় এলাকায় ঐতিহাসিক এবং আদি বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ; & (ট) তথ্যকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ; ് (ঠ) সংস্কৃতি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা। ১৩। সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার Q জনপথ, কালভার্ট ও ব্রীজের নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন। s ১৪। সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণে নহে এমন খেয়াঘাট । ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ। o ১৫। জনসধারণের ব্যবহার্য উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও উদ্যানের রক্ষণাবেক্ষণ । so ১৬। সরাইখানা, ডাকবাংলা এবং বিশ্রামাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণ। Ꮌ Ꮔ ! সরকার কর্তৃক পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন। ১৮। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন। _o ১৯। পানি নিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থা, রাস্তা পাকাকরণ ও অন্যান্য জনহিতকর অত্যাবশ্যক কাজকরণ। ২০। স্থানীয় এলাকার উন্নয়নকল্পে নক্সা প্রণয়ন। ২১ ৷ স্থানীয় এলাকা ও উহার অধিবাসীদের ধর্মীয় নৈতিক ও আর্থিক উন্নতি সাধনের জন্য ব্যবস্থা গ্রহণ। ২২। পুলিশ (স্থানীয়)।9 ২৩। উপজাতীয় রীতিনীতি, প্রথা ইত্যাদি এবং সামাজিক বিচার। ২৪। ভূ ও ভূমি ব্যবস্থাপনা। ২৫। কাপ্তাই হ্রদ ব্যতীত অন্যান্য নদী-নালা ও খাল-বিলের সুষ্ঠু ব্যবহার ও ফ্রেব্যবস্থা। ২৬। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন। ૨૧ যুব কল্যাণ। eço ২৮। স্থানীয় পর্যটন। • ক্রমিক নং ২২-৩৩ এ উলিখিত এন্ট্রিসমূহ বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৩৫ ধারাবলে সংযোজিত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।