\లిఫ్ఎ বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ ১৯৮৯ সনের ২২ নং আইন [৩১ মে, ১৯৮৯] Bangladesh Shilpakala Academy Act, 1974 of S oft ് - কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন। o CTGAG Bangladesh Shilpakala Academy Act, 1974 (XXXI of 1974) রহিত করিয়া কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয় *o* റ്റ് সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- & সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে। o সংজ্ঞা ২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, (ক) “একাডেমী” অর্থ এই আইন দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমী; Q (*) "মহাপরিচালক অর্থ একাডেমীর মহাপরিচালক; (*) "కాక్షా অর্থ একাডেমীর সচিব: () ” অর্থ ৫ ধারার অধীন গঠিত পরিষদ। একাডেমী প্রতিষ্ঠা ৩। (১) এই আইন বলবৎ হইবার সঙ্গে সঙ্গে এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী নামে একটি একাডেমী প্রতিষ্ঠিত হইবে। so (২) একাডেমী একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী o ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার অস্থাবর ও o ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার - বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। UN o e$ (৩) একাডেমীর প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে। সাধারণ পরিচালনা ৪ । একাডেমীর সাধারণ পরিচালনা ও প্রশাসন একটি পরিষদের উপর ন্যস্ত থাকিবে এবং পরিষদ সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কাজ করিতে পারিবে যাহা একাডেমী কর্তৃক প্রযুক্ত ও সম্পন্ন হইতে পারে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।