് বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ \లిఫి( (હ3) (ট) (3) (ড) বিভিন্ন দেশে ললিতকলা ক্ষেত্রে উদ্ভাবিত নব নব কলাকৌশল ও ধ্যানধারণা সম্পর্কে দেশের শিল্পী ও শিল্পানুরাগীদের পরিচিত করিয়া তুলিবার জন্য বিদেশ হইতে উন্নতমানের সাংস্কৃতিক দল বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানাইয়া দেশের শিল্পী ও শিল্পানুরাগীদের সম্মুখে তাঁহাদের কলাকৌশল পরিবেশনের ব্যবস্থা করা: ললিতকলা, চারুকলা ও সংস্কৃতির ক্ষেত্রে সুনির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যোগ্য ব্যক্তির দ্বারা গবেষণা কর্মসূচী গ্রহণ এবং তাহা প্রকাশের ও বিক্রয়ের ব্যবস্থা করা: দেশের সংস্কৃতিকে জনগণের সম্মুখে উপস্থাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা; ve (ঢ) বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলিয়া ধরিবার লক্ষ্যে সরকারের পূর্ব (c) অনুমোদন লইয়া বিদেশে সাংস্কৃতিক দল প্রেরণ করা: Ø N করা। ം് o ৮। (১) একাডেমীর নিম্নবর্ণিত বিভাগ থাকিবে, যথা: (ক) (*) (*) (ঘ) (8) (9) 'N চারুকলা বিভাগ; o ള് নাট্যকলা বিভাগ; so সংগীত ও নৃত্য বিভাগ: - প্রযোজনা বিভাগ; - -N. আলোকচিত্র বিভাগ; N - o প্রশাসন ও অর্থ বিভাগ। o (২) সরকারের পূর্বানুমোদনক্রমে একাডেমী নূতন বিভাগ সৃষ্টি করিতে পরিবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত বিভাগগুলির যে কোন বিভাগ বিলুপ্ত করিতে পরিবে এবং উহাদের পুনর্বিন্যাস করিতে পারবে। N. (৩) প্রশাসন ও অর্থ বিভাগ সচিবের দায়িত্বে ন্যস্ত থাকিবে এবং অন্যান্য প্রত্যেকটি বিভাগ একজন পরিচালকের দায়িত্বে ন্যস্ত থাকিবে। (৪) প্রতিটি বিভাগ একাডেমী কর্তৃক নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে । NON് * ് -്ടം'. & একাডেমীর বিভাগ
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।