○あbr বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ হিসাব রক্ষণ ও ১৭। (১) একাডেমী যথাযথভাবে একাডেমীর হিসাব রক্ষণ করিবে এবং নিরীক্ষা হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাবনিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর একাডেমীর হিসাব নিরীক্ষা করিবেন এবং NONনিরীক্ষা রিপোর্টের একটি করিয়া কপি সরকার ও একাডেমীর নিকট পেশ o করিবেন। o (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাবনিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি একাডেমীর সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং একাডেমীর সভাপতি, সদস্য, মহাপরিচালক, পরিচালক, সচিব বা একাডেমীর যে কোন কর্মকর্তা বা अमानकशीकबिलानावानकविड भाविकां★ o প্রতিবেদন ১৮। সরকার প্রয়োজনমত একাডেমীর নিকট হইতে একাডেমীর যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহবান করিতে পারিবেন এবং একাডেমী উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে। ^ - ক্ষমতা অর্পণ ১৯। (১) পরিষদ এই আইনের বিধান মোতাবেক যে ক্ষমতার অধিকারী পরিচালককে অর্পণ করিতে পারিবে। Co. (২) উপ-ধারা (১) এর অধীন অর্পিত ক্ষমতা ব্যতিরেকে, মহাপরিচালক এই আইনের ১ বিধান মোতাবেক যে ক্ষমতার অধিকারী তাহা তিনি প্রয়োজনবোধে, তৎকর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে, একাডেমীর যে কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন। প্রবিধান প্রণয়ন కం এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, সরকারের o রহিতকরণ ও SS I (S) The Bangladesh Shilpakala Academy Act, 1974 ཡཱང་ཝང་ (XXXI of 1974), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা -so - হইল। e$ (২) উক্ত Act রহিত হইবার সঙ্গে সঙ্গে (ক) উক্ত Act এর অধীন গঠিত Bangladesh Shilpakala Academy, অতঃপর বিলুপ্ত Academy বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।