শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ \ల్సి আরও শর্ত থাকে যে, কোন রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট উপরোক্তভাবে রেজিষ্টারভুক্ত হওয়ার পর যে কোন সময়ে বার্ষিক ফিস বাবদ একত্রে মাত্র এক হাজার টাকা প্রদান করিয়া অনুরূপ ফিস প্রদানের তারিখ হইতে আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোন ফিস প্রদান না করিয়াই রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটের সুযোগ সুবিধা ভোগ করিতে থাকিবেন : আরও শর্ত থাকে যে, বকেয়া ফিস পরিশোধ না করার কারণে যাহার নাম রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটদের তালিকা হইতে বাদ দেওয়া হইয়াছে, তিনি এককালীন এক হাজার টাকা পরিশোধ করিলে আজীবন সদস্যরূপে ള് রেজিষ্টারভুক্ত হইতে পারিবেন। <o (৪) কোন রেজিটারভুক্ত গ্র্যাজুয়েট তাহার প্রদেয় বার্ষিক ফিস শিক্ষা চে বৎসরের যে কোন সময়ে প্রদান করিতে পারবেন, তবে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ - ব্যর্থ হইলে তিনি সংশ্লিষ্ট শিক্ষা বৎসরে রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটের অধিকার প্রয়োগ বা সুযোগ সুবিধা ভোগ করার অধিকারী হইবেন না। &o Q) (৫) কোন রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট কোন শিক্ষা বৎসরে প্রদেয় বার্ষিক ফিস প্রদানে ব্যর্থ হইলে রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটদের তালিকা হইতে তাহার নাম বাদ দেওয়া হইবে: Q o o তবে শর্ত থাকে যে, তিনি পরবর্তী শিক্ষা বৎসরে রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট হিসাবে পুনরায় ভর্তি হইতে পারবেন যদি তিনি পূণর্ভর্তির বৎসর পর্যন্ত সকল বকেয়া ফিস পরিশোধ করেন। So (৬) বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত ফরমে রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্তি বা পুণর্ভর্তির জন্য আবেদন করিতে হইবে: তবে শর্ত থাকে যে, ফিস বাবদ একশত টাকা প্রদান করা না হইলে পূণর্ভর্তির কোন আবেদন গ্রহণ করা যাইবে না। ... .o (৭) (ক) গ্র্যাজুয়েটদের রেজিষ্টারী সংক্রান্ত সকল বিরোধ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত টাইবুনাল কর্তৃক নিস্পত্তি করা হইবে যথা: - so (অ) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; so - (আ) সিণ্ডিকেট কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য; ost (ই) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য; (খ) ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে; (গ) ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি উহার দ্বারাই স্থিরীকৃত হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।