পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ (৮) রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটগণ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত অধিভুক্তি ১১। (১) বিশ্ববিদ্যালয় হইতে অধিভুক্তি প্রার্থী কোন মহাবিদ্যালয়ের আবেদন নিধারিত ফরমে যে শিক্ষা বৎসর হইতে অধিভুক্তি কার্যকর করার প্রার্থনা করা হইয়াছে উহার পূর্ববতী শিক্ষা বৎসরের অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে রেজিটারের নিকট পেশ করতে হইবে এবং সিজিকটকে এই মর্মে সন্তুষ্ট করিতে হইবে যে,- § (ক) মহানিলন্ট একট ভবিভর বাস্থলখককে তথ্য (খ) মহাবিদ্যালয়টির শিক্ষকগণের সংখ্যা, যোগ্যতা এবং কার্যকালের শতাবলী এইরূপ যে মহাবিদ্যালয় কর্তৃক গৃহীত শিক্ষক্রম, শিক্ষাদান বা প্রশিক্ষনের ব্যবস্থার জন্য ইহা যথেষ্ট হইবে এবং মহাবিদ্যালয়ের ছাত্রদিগকে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ ও টিউটরিয়েল পদ্ধতিতে শিক্ষাদানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হইয়াছে ത്C) (গ) মহাবিদ্যলয়ট যে ভবন স্থিত উহা যথোপযোগী: (ঘ) মহাবিদ্যালয়, এই সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান অনুযায়ী, যে সকল ছাত্র তাহাদের পিতামাতার সংগে বসবাস করে না তাহাদের জন্য মহাবিদ্যালয়ের হোষ্টেলের বা মহাবিদ্যালয় কর্তৃক অনুমোদিত-বাসস্থানে বসবাসের ব্যবস্থা করিয়াছে এবং ছাত্রদের তত্ত্বাবধান ও খেলাধুলা ও শরীর চর্চাসহ তাহাদের শারীরিক ও সাধারণ কল্যাণ সাধনের ব্যবস্থা করা হইয়াছে; (ঙ) মহাবিদ্যালয়ের প্রাংগণে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ঘরোয়াভাবে ১ মেলামেশার সুযোগ প্রদানের ব্যবস্থ করা হইবে - S. (চ) মহাবিদ্যালয়ের নির্ধারিত সময়ে ও উহার পরেও ছাত্রদের পড়াশুনার Q, সুবিধা সম্বলিত উপযুক্ত গ্রন্থাগারের পর্যাপ্ত ব্যবস্থা করা হইয়াছে বা করা N s হইবে; s (ছ) পরীক্ষামূলক বিজ্ঞানের কোন শাখায় অধিভুক্তির আবেদনের ক্ষেত্রে উক্ত Q শাখায় শিক্ষাদানের জন্য যথাযথভাবে যন্ত্রপাতি সমৃদ্ধ একটি § পরীক্ষাগার বা যাদুঘরের ব্যবস্থা করা হইয়াছে বা করা হইবে: * (জ) মহাবিদ্যালয় এলাকায় বা উহার সন্নিকটে অধ্যক্ষের এবং কতিপয় -so শিক্ষকের বাসস্থানের জন্য যথাসম্ভব ব্যবস্থা করা হইবে: (ঝ) মহাবিদ্যালয়ের আর্থিক সংগতি উহার অব্যাহত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ পরিচালনার জন্য যথেষ্ট হইবে এবং উহার রক্ষণাবেক্ষণের মোট ব্যয়ের অংশ বিশেষ উহার নিজস্ব সম্পদ হইতে বহন করিতে পারিবে: NQ- - ്