পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ১৯৮৯ 8ՎԶԳ আরও শর্ত থাকে যে, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কাচামাল এবং অন্যান্য উপকরণাদি যদি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের ভিত্তিতে রপ্তানীমুখী শিল্পসমূহে সরবরাহ করা হয়, তবে তাহাও এই দফায় ব্যবহৃত “বাংলাদেশ হইতে রপ্তানী”, “বিদেশে রপ্তানীকৃত মালামাল” এবং “রপ্তানী বিক্রয়” এর সংজ্ঞাভুক্ত হইবে। (খ) নিম্নলিখিত দ্রব্যাদি বা দ্রব্যাদির শ্রেণীসমূহের ক্ষেত্রে (ক) দফায় বর্ণিত ് বিধান প্রযোজ্য হইবে না, যথা :- N (১) চা; CS (২) কাঁচা পাট; ് ৩) পাটজাত ; SS o, (5) দ্রব্যাদি & (৪) কাচা চর্মাদি এবং ওয়েট-ব্ল চামড়া; ve (6) জাতীয় রাজস্ব বাের্ড সময় সময় প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকার অন্তর্ভুক্ত করিতে পারে এইরূপ অন্যান্য দ্রব্যাদি। o (গ) রপ্তানী বিক্রয় হইতে উদ্ভূত মুনাফা নিরূপণ ও উহার উপর আরোপণযোগ্য কর নির্ধারণ এবং এই উপ-ধারার বিধানসমূহ কার্যকরকরণের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করিতে পারবে। ്പ് (৫) ১৯৮৯ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরের কোন কোম্পানী যাহা বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি যাত্রীবাহী বাস বা যাত্রীবাহী লঞ্চ হইতে লব্ধ মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে ঐ বাস বা লঞ্চের মুনাফার উপর আরোপণযোগ্য আয়করের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ রেয়াতী হারে কর ধার্যকর হইবে। (છ) & GREET Cool Income Tax Ordinance, 1984 (XXXVI 8 of 1984) wa sEcoND SCHEDULE arts seg, Geron SS ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, ২২ কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) অথবা, প্রযোজ্য ক্ষেত্রে উপQ ধারা (২) এর বিধান প্রয়োগ করিতে হইবে। Q (a) Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) of § Chapter VII অনুসারে কর কর্তনের নিমিত্তে চতুর্থ তফসিলের প্রথম অং নির্দিষ্ট কর হার ১৯৮৯ সালের ১লা জুলাই তারিখের আরদ্ধ এবং ১৯৯০ সালের ৩০শে জুন তারিখের সমাপ্য বৎসরের জন্য প্রযোজ্য হইবে।