অর্থ আইন, ১৯৮৭ ԳՎ) (২) এবং যেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের সেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী রপ্তানী বিক্রয় পূর্ববর্তী বৎসরের বিক্রয় পূর্ববর্তী বৎসরের রপ্তানী রপ্তানী বিক্রয়ের অধিক না হয়; বিক্রয়ের তুলনায় প্রতি শতকরা ১০ ভাগ হাসের জন্য শতকরা ১ হইবে। তবে কোন সুস্থতেই ১৫ রেয়াত ২০% এর কম হইবেনত (আ) যেইক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ CŞ রপ্তানীকারক করদাতা কর্তৃক উৎপাদিত o হয়ঃ <o (১) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে ੱਬਾਣ দেওয়া বিক্রয়ের ১০% এর বেশী না হয়; হইবে না w Q (২) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ১০% এর অধিক হয় কিন্তু আরোপণযোগ্য আয়করের ৩০%; ২০% এর অধিক না হয়; - o N (৩) যেইক্ষেত্রে রপ্তানী ক্রিয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ২০% এর অকি হয় কিন্তু আরোপণযোগ্য আয়করের ৪০% ৩০% এর অধিক না হয়; • - (৪) যেইক্ষেত্রে রপ্তানী- বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ৩০%-এর অধিক হয়, কিন্তু আরোপণযোগ্য আয়করের ৫০% ৪০% এর অধিক না হয়; (৫) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর জিরে ৪০% এর অধিক হয়; আরোপণযোগ্য আয়করের ৬০%: O শর্ত থাকে যে, স্থানীয়ভাবে তৈয়ারী যন্ত্রপাতি, সরঞ্জামাদী এবং দেশে উৎপাদিত অন্যান্য তৈয়ারী পণ্য-সামগ্রী যদি কোন সংস্থার নিকট তাহাদের ২১ বৈদেশিক মুদ্রার কোটায় সংগ্রহণ কার্যক্রমের অধীনে বিক্রয় করা হয় তবে তাহাও Q এ দফায় ব্যবহৃত “বাংলাদেশ হইতে রপ্তানী”, “বিদেশে রপ্তানীকৃত মালামাল” ও § “রপ্তানী বিক্রয়" এর সংজ্ঞাভুক্ত হইবে। o (খ) নিম্নলিখিত দ্রব্যাদি বা দ্রব্যাদির শ্রেণীসমূহের ক্ষেত্রে (ক) দফায় বর্ণিত বিধান - O প্রযোজ্য হইবে না, যথাঃ (১) চা; (২) কাঁচা পাট;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।