Գ8 (৩) পাটজাত দ্রব্যাদি; (৪) কাঁচা চর্মাদি এবং ওয়েট-ব্ল চামড়া; (৫) জাতীয় রাজস্ব বোর্ড সময় সময় প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকার অন্তর্ভুক্ত করিতে পারে এইরূপ অন্যান্য দ্রব্যাদি। (গ) রপ্তানী বিক্রয় হইতে উদ্ভুত মুনাফা নিরূপণ ও উহার উপর আরোপণযোগ্য কর নিধারণ এবং এই উপ-ধারার বিধানসমূহ কার্যকর করার উদ্দেশ্যে পারিবে । ৫ । ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বৎসরে বাংলাদেশে । কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি যাত্রীবাহী বাস বা যাত্রীবাহী লঞ্চ হইতে লদ্ধ মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে ঐ বাস বা লঞ্চের মুনাফার উপর আরোপণযোগ্য আকরলে শতকর০০জয়ােজ হরেক বাকি বে। & 1 & Roof cofol Income Tax Ordinance."1984 (XXXVI) of 1984) TĀ SECOND SCHEDULE AGTET ÆGT, GĒ TTT ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে; কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে, উপ-ধারা (১) অথবা, প্রযোজ্য ক্ষেত্রে, উপধারা (২) এর বিবান প্রয়ােগ করতে হইৰেচ a Income Tax Ordinance, 1984 (XXXVI) of 1984) of Chapter VII অনুসারে কর কর্তনের নিমিত্তে চতুর্থ তফসিলে বিনির্দিষ্ট করহার ১৯৮৭ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ এবং ১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য বৎসরের জন্য প্রযোজ্য হইবে। So b | এই ধর এবং এই ধারার অধীনে আরোপিত কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত “মোট আয় (টোটাল ইনকাম)”, অভিব্যক্তিতে Income Tax 1984 (XXXVI of 1984)- এর বিধান অনুসারে নিরূপিত মোট - (total income) of Go | - \\ § CŞ অর্থ আইন, ১৯৮৭
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।