*N বিশ্ববিদ্যালয় - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ (ঞ) “নির্ধারিত” অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান দ্বারা নির্ধারিত; (ট) “প্রভোষ্ট” অর্থ কোন হলের প্রধান; (ঠ) “বিশ্ববিদ্যালয়” অর্থ এই আইন মোতাবেক স্থাপিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; o o (ড) “বৎসর” অর্থ ১লা জুলাই হইতে আরম্ভকৃত কোন শিক্ষা-বৎসর ് (ঢ) “রেজিষ্ট্রিভূক্ত গ্রাজুয়েট” অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিষ্ট্রভূক্ত গ্রাজুয়েট O (ণ) "বৃহত্তর সিলেট" অর্থ সিলেট, সুনামগঞ্জ, মৌলবীবাজার ও হবিগঞ্জ জেলার অন্তর্গত এলাকাসমূহ; **o (ত) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি; ം (থ) “সিনেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের o (দ) "সিণ্ডিকেট অর্থ বিশ্ববিদ্যালয় সিণ্ডিকেট (ধ) "সংবিধি", "বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ" ও "প্ৰবন্ধন" অর্থ যথাক্রমে আপাততঃ বলবৎ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবিধি, অধ্যাদেশ ও প্রবিধান; o o (ন) “স্কুল অব ষ্ট্যাডিজ” অৰ্থ বিশ্ববিদ্যালয়ের কোন স্কুল অব ষ্টাডিজ; (প) “ਾਂ" অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘবদ্ধ জীবন এবং সহ o ১ শিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ও o রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস; O ള് (ফ) “হোষ্টেল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কাহারো দ্বারা পরিচালিত কিন্তু এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত এবং লাইসেন্স প্রদত্ত ছাত্রাবাস। ৩। (১) এই আইনের বিধান অনুসারে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ও প্রথম ভাইস-চ্যান্সেলর এবং সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের প্রথম সদস্যগণ এবং ইহার পর যে সকল ব্যক্তি অনুরূপ কর্মকর্তা বা সদস্য হইবেন, তাহারা যতদিন অনুরূপ পদে অধিষ্ঠিত থাকিবেন কিংবা অনুরূপ সদস্য থাকিবেন ততদিন, তাহাদের লইয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।