Σ Ο বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০ ১৯৯০ সনের ১০ নং আইন [২০ জানুয়ারি, ১৯৯০] NONবগুড়া পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন। ് N যেহেতু বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকল্পে বিধান করা f ૭ সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- o o সংক্ষিপ্ত শিরোনামা ও ১। (১) এই আইন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০ নামে প্রবর্তন অভিহিত হইবে। ് (২) এই আইন ১৯৯০ সনের ১লা জানুয়ারী তারিখে বলবৎ হইয়াছে বলিয়া গণ্য হইবে। I o সংজ্ঞা ২। বিষয় বা প্রসগের পরিপন্থ কোনকিছুনা থাকলে এই অধ্যাদেশে,
(ক) “একাডেমী" অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী; റ്റ് (*) o ફ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (গ) “বিধি অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি (ঘ) “বোর্ড” অর্থ একাডেমীর পরিচালনা বোর্ড; ~~ s (ঙ) “মহা-পরিচালক” অর্থ একাডেমীর মহা-পরিচালক so (চ) "সদস্য” অর্থ বোর্ডের সদস্য; <o (ছ) “সভাপতি” অর্থ বোর্ডের সভাপতি। ལཾ།། ། একাডেমী প্রতিষ্ঠা ৩। (১) এই আইনের বলবৎ হইবার সংগে সংগে এই আইনের লক্ষ্য ও § উদ্দেশ্য পূরণকল্পে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী নামে একটি একাডেমী o প্রতিষ্ঠিত হইবে। e$ (২) একাডেমী একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।