পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নদী গবেষণা ইনষ্টিটিউট আইন, ১৯৯০ >W)○ (২) ইনষ্টিটিউট উহার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত নীতি অনুসরণ করবে। ৬। (১) পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- পরিচালনা বোর্ড (ক) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে o নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; o - (খ) চেয়ারম্যান, জেলা পরিষদ, ফরিদপুর; © (গ) সরকার কর্তৃক মনোনীত একজন জাতীয় সংসদ সদস্য; ് (ঘ) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ঙ) নৌ-পরিহন মন্ত্রণালয় বা বিভাগের সচিব; - (চ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; ് (ছ) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান; o (জ) శాఢాకా శాfణి (ঝ) নদী গবেষণা ইনষ্টিটিউটের মহা-পরিচালক, *উহার সচিবও হইবেন। (২) উপ-ধারা ১(জ) এর অধীন মনােনীত সদস্যদ্বয় তাহাদের মনােনয়নের তারিখ হইতে দুই বৎসরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: o তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কোন কারণ না দর্শাইয়া উক্তরূপ কোন সদস্যকে যে কোন সময় তাহার পদ হইতে অপসারণ - পাল পতাকাতে পাবেন। ৭। ইনষ্টিটিউটের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- ইনষ্টিটিউটের C(ক) নদী প্রশিক্ষণ, নদীর ভংগন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও পানি § নিষ্কাশনের প্রয়োজনে নকশা প্রণয়নের জন্য এবং নদী কৌশল, নদীর o পলল নিয়ন্ত্রণ, নদীর মোহনা ও জোয়ার ভাটা সম্পর্কিত গবেষণা কাজে e$ (খ) পানি সম্পদ উন্নয়নের জন্য নদীর পানি প্রবাহ এবং পানি বিভাজন এলাকা, পানি বিজ্ঞান, ভূ-পরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি ব্যবহার এবং পরিবেশগত বিষয়াদি বিশেষতঃ লবণাক্ততার অনুপ্রবেশ এবং পানির গুণাগুণ সম্পর্কে গাণিতিক মডেলের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করা: