S80 খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০
(২) মঞ্জুরী কমিশন অনুষ্ঠিতব্য প্রত্যেক পরিদর্শন বা তদন্তের অভিপ্রায় সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে নোটিশ দিবেন এবং এইরূপ পরিদর্শন ও তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের অধিকার থাকিবে।
(৩) মঞ্জুরী কমিশন অনুরূপ পরিদর্শন বা তদন্ত সম্পর্কে উহার অভিমত
কমিশনের নিকট প্রেরণ করিবে । o
(৪) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্ধারিত রেজিষ্টার ও নথিপত্র রক্ষণাবেক্ষণ করিবে এবং কশনের চাহিদা অনুযায়ী পরিসংখ্যান এবং জনবিধ
প্রতিবেদন ও তথ্য সরবরাহ করিবে। &
(খ) ভাইস-চ্যান্সেলর, (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর, So (ঘ) কোষাধ্যক্ষ, &
ആ
(ঙ) স্কুলসমূহের উন,
(চ) রেজি -
(ছ) বিভাগ বা ইনষ্টিটিউটসমূহের চেয়ারম্যান,
o গ্রন্থাগারিক,
o (ঝ) ছাত্র বিষয়ক পরিচালক, so (এ3) প্রভোষ্ট,
So (ট) অর্থ ও হিসাব পরিচালক,
(ঠ) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক,
(ড) পরীক্ষা নিয়ন্ত্রক,
(ঢ) মহাবিদ্যালয় পরিদর্শক,
(ণ) প্রধান প্রকৌশলী,
(ত) প্রধান চিকিৎসা কর্মকর্তা,
(থ) শারীরিক শিক্ষা চর্চা পরিচালক,
(দ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
