পরীক্ষা নিয়ন্ত্রক অন্যান্য কর্মকর্তার ক্ষমতা ও দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের "عيمر কর্তৃপক্ষ S Q N ് >○○ খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ ১৮। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিচালনার সহিত সম্পর্কিত সকল বিষয়ের দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয়, অধ্যাদেশ দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। ১৯। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন। ് ২০। বিশ্ববিদ্যালয়ের নিম্নরূপ কর্তৃপক্ষ থাকিবে, যথা:- so (খ) সিন্ডিকেট, •, N (গ) একাডেমিক কাউন্সিল, & (ঘ) অনুষদ বা স্কুল অব ষ্টাডিজ, so (ঙ) পাঠ্যক্রম কমিটি, &o Q
(চ) বোর্ড অব এ্যাডভান্সড় ষ্টাডিজ, S (ছ) অর্থ কমিটি §o 2 osò (জ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, (ঝ) ছাত্র নিলি (৬)বাইকমিটি,
(ট) স্কুল ও ইনষ্টিটিউটের বোর্ড অব গভর্ণরস, (ಶಿ) সংবিধিতে বিধৃত অন্যান্য কর্তৃপক্ষ। -്യർ ২১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা: e$ (ক) ভাইস-চ্যান্সেলর, N. (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস চ্যান্সেলর;] (গ) কোষাধ্যক্ষ, (ঘ) স্পীকার কর্তৃক মনোনীত খুলনা বিভাগ হইতে নির্ধারিত তিনজন সংসদ সদস্য, (ঙ) সরকার কর্তৃক মনোনীত তিনজন সরকারী কর্মকর্তা, দফা (খ) খুলনা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।