খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ S్సు ৩৭। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (ক) বক্তৃতা, টিউটরিয়াল, আলোচনা, সেমিনার, হাতে-কলমে প্রদর্শন ও কর্ম শিবিরের মাধ্যমে ছাত্রদিগকে শিক্ষাদান করিবেন, (খ) গবেষণার পরিচালনা ও তত্ত্বাবধান করিবেন, NON(গ) ছাত্রদের সহিত ব্যক্তিগতভাবে যোগাযোগ করিবেন, তাহাদিগকে পথ ് o নির্দেশ দিবেন এবং তাহদের কার্যক্রম তদারক করিবেন, N (ঘ) বিশ্ববিদ্যালয়ের এবং উহার স্কুল ও অন্যান্য সহ-শিক্ষাক্রমিক সংস্থার è পাঠ্যক্রম ও পাঠ্যসূচী প্রণয়নে, পরীক্ষা নির্ধারণে ও পরিচালনায়, o পরীক্ষার উত্তরপত্র ও গবেষণামূলক প্রবন্ধের মূল্যায়নে এবং গ্রন্থাগার, . so পরীক্ষাগার ও অন্যান্য শিক্ষাক্রমিক ও সহ-শিক্ষাক্রমিক কার্যাবলীর ് সংগঠনে কর্তৃপক্ষসমূহকে সহায়তা করবেন, o
- (ঙ) সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর, ডীন ও ডিসিপ্লিনের প্রধান কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্য ও দায়িত্ব সম্পাদন ও পালন করবেন।
estó ৩৮। এই আইনের বিধান সাপেক্ষে, সুরি বাবা নিৰ্তিসকল বা যে সংবিধি কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- o (ক) সম্মানসূচক ডিগ্রী অর্পণ, so (খ) ফেলোশীপ, বৃত্তি ও *് -\o (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-ও কর্মচারীগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী, S5 (ঘ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কর্তব্য, (ঙ) মহাবিদ্যালয়ে ইনষ্টিটিউট, হল ও হোষ্টেল এর প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ. -- (5) ༦༥a:་དེའི་ ༤༦༠ ཐང་པ་ཤང་། བཤ ཐ༧ ཡ། ར་ལ་། མཐ༦an༡༧ ༦ হোষ্টেলের স্বীকৃতির শর্তাবলী, འ། ༣༽--> (ছ) অধিভুক্ত মহাবিদ্যলয়ের গভর্ণিং বডির গঠন, ক্ষমতা ও কর্তব্য o § (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদ্ধতি, so (ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসর ভাতা, বীমা, কল্যাণ ও ভবিষ্য-তহবিল গঠন, O O (ঞ) রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েটদের রেজিষ্টার সংরক্ষণ, (ট) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।