খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ >Wが○
(ছ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী কমিটির গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব,
(জ) পরীক্ষা পরিচালনা,
(ঝ) এই আইন বা সংবিধির অধীন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, দ্বারা নির্ধারিত
হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়। o ৪১। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সিন্ডিকেট কর্তৃক প্রণীত হইবে: বিশ্ববিদ্যালয় èst
অধ্যাদেশ প্রণয়ন No তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ CŞ ব্যতীত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রণয়ন করা যাইবে না, যথা:- ്
(ক) শিক্ষা ডিসিপ্লিন প্রতিষ্ঠা, sò -
(খ) বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রেজিষ্ট্রেশন, s
(*) দেশখন কেপ্তে"
(ঘ) ছাত্রদের বসবাসের শর্তাবলী, sê
(ঙ) পরীক্ষা পরিচালনা, §o
(চ) পরীক্ষক নিয়োগের পদ্ধতি, go (ছ) ফেলোশীপ ও বৃত্তির প্রবর্তন, o (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট এর
জন্য পাঠ্যসূচী প্রণয়ন ও পত্রিম নির্ধারণ (খ) বিশ্ববিদ্যালয়ে ছত্রভর্তি এবং তাহদের তালিকাভুক্ত (ঞ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, সটাকে বা ডিপ্লোমা কোর্সে ভর্তি, উহার
বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহণের এবং উহার ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোম পাওয়ার যোগ্যতার শর্তাবলী।
৪২। (১) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসমূহ নিম্নবর্ণিত উদ্দেশ্যে এই আইন, প্রবিধান সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সহিত সংগতিপূর্ণ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে, যথা:
o
- (ক) তাহদের সভায় অনুসরণীয় কার্যবিধি প্রণয়ন এবং কোরাম গঠনের জন্য - S প্রয়োজনীয় সদস্য সংখ্যা নির্ধারণ করা,
& (খ) এই আইন, সংবিধি বা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ মোতাবেক প্রবিধান G দ্বারা নির্ধারণযোগ্য সকল বিষয় সম্পর্কে বিধান করা,
(গ) কেবলমাত্র উক্ত কর্তৃপক্ষসমূহের সাথে সংশ্লিষ্ট, অথচ এই আইন, সংবিধি বা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বিধৃত নয় এইরূপ সকল বিষয়ে বিধান করা।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
