পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ ԳՆ, খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ (ঙ) মহাবিদ্যালয়ের প্রাংগণে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ঘরোয়াভাবে মেলামেশার সুযোগ প্রদানের ব্যবস্থা করা হইবে; (চ) মহাবিদ্যালয়ের নির্ধারিত সময় ও উহার পরেও ছাত্রদের পড়াশুনার সুবিধা সম্বলিত উপযুক্ত গ্রন্থাগারের পর্যাপ্ত ব্যবস্থা করা হইয়াছে বা করা হইবে; o (ছ) শিক্ষক মিল নে না লি লে ফুেo উক্ত শাখায় শিক্ষাদানের জন্য যথাযথভাবে যন্ত্রপাতি সমৃদ্ধ একটি পরীক্ষার বাহাদুরবস্থক ইয়াবােক ইকু ১ —o (জ) মহাবিদ্যালয় এলাকায় বা উহার সন্নিকটে অধক্ষের এবং কতিপয় শিক্ষকের বাসস্থানের জনা যথাসম্ভব ব্যবস্থ কর ইঞ্চে

JU·

(ঝ) মহাবিদ্যালয়ের আর্থিক সংগতি উহার অব্যাহত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ পরিচালনার জন্য যথেষ্ট হইবে এবং উহার রক্ষণাবেক্ষণের মোট ব্যয়ের অংশ বিশেষ উহার নিজস্ব সম্পদ হইতে বহন করিতে পরিবে: (ঞ) মহাবিদ্যালয়টি অধিভুক্তির ফলে উহার পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত অন্য কোন অধিভুক্ত মহাবিদ্যালয়ের শিক্ষা বা শৃংখলার কোন ক্ষতি হইবে না। ൽ (২) আবেদনপত্রে এইরূপ নিশ্চয়তাও থাকিতে হইবে যে, মহাবিদ্যালয়টি অধিভুক্ত হওয়ার পর উহার শিক্ষকগণের বদলী বা তাহদের মধ্যে কোন পরবর্তনসম্পর্কে টেজিককে অতিক হবে। (b) উপ-অনুচ্ছেদ e অনুযায়ী আবেদনপত্র প্রাপ্তির পর সিন্ডিকেট (ক) উক্ত উপ-অনুচ্ছেদে বর্ণিত বিষয়াদি, এবং অন্যান্য যে সকল বিষয় P প্রয়োজনীয় ও প্রাসংগিক বলিয়া গণ্য হইতে পারে সেই সকল বিষয় & সম্পর্কে স্থানীয়ভাবে তদন্ত অনুষ্ঠানের জন্য উপযুক্ত ব্যক্তিকে বা SA সিন্ডিকেট কর্তৃক ক্ষমতা প্রদত্ত কোন উপযুক্ত ব্যক্তিকে নির্দেশ দিবে; <o (খ) প্রয়োজনীয় অন্যান্য তদন্ত অনুষ্ঠান করিবে: o (গ) একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে উক্ত আবেদনপত্র সম্পূর্ণ o বা আংশিকভাবে মঞ্জুর বা অগ্রাহ্য করা হইবে কিনা তৎসম্পর্কে সিদ্ধান্ত N গ্রহণ করিবে । S s (৪) সিন্ডিকেট প্রত্যেক অধিভুক্ত মহাবিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষকের নূ্যনতম সংখ্যা এবং শিক্ষাদানের পরিধি নির্ধারণ করবে। (৫) অধিভুক্ত মহাবিদ্যালয়ের শিক্ষকগণ লিখিত চুক্তির দ্বারা নিযুক্ত হইবে এবং এই চুক্তিতে তাহাদের চাকুরীর শর্তাবলী এবং প্রদেয় বেতনের উল্লেখ থাকিবে এবং এই চুক্তির একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের নিকট গচ্ছিত থাকিবে।