খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ 이어 ১১। (১) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রত্যেক মহাবিদ্যালয় উহার দক্ষতা পরিদর্শন ও প্রতিবেদন যাচাইয়ের জন্য সিন্ডিকেট কর্তৃক তলবকৃত যাবতীয় প্রতিবেদন, রিটার্ণ ও অন্যান্য দলিল বা তথ্য সরবরাহ করিবে । (২) সিন্ডিকেট তৎকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতা প্রদত্ত এক বা একাধিক উপযুক্ত ব্যক্তি দ্বারা প্রত্যেক মহাবিদ্যালয় সময় সময় পরিদর্শন করাইবেন। è (৩) এই প্রকার পরিদর্শনকৃত মহাবিদ্যালয়ে সিন্ডিকেট তৎকর্তৃক প্রয়োজনীয় ് বিবেচিত কোন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদনের জন্য নির্দেশ দিতে পরিবে। Q ১২। (১) একাডেমিক কাউন্সিলের পরামর্শক্রমে কোন মহাবিদ্যালয়কে মহাবিদ্যালয়ে সময় সময় যে সকল বিষয়ে ও যে মানের শিক্ষাদানের জন্য ক্ষমতা দান করিবে ಛಿ। মহাবিদ্যালয়টি সেই বিষয়ে এবং সেই মানের শিক্ষাদানের ব্যবস্থা করিবে। মহাবিদ্যুলিয়ের মধ্যে (২) একাডেমিক কাউন্সিলের সহিত আলোচনাক্রমে প্রদেয় সিন্ডিকেটের " শিক্ষাদান স্থগিত করিবে না। o (৩) একাডেমিক কাউন্সিলের পরামর্শ বিবেচনার পর এবং সংশ্লিষ্ট মহাবিদ্যালয় বা মহাবিদ্যালয়সমূহের কর্তৃপক্ষের সহিত পরামর্শক্রমে সিন্ডিকেট মহাবিদ্যালয়সমূহের মধ্যে এবং মহাবিদ্যালয়সমূহ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে o (৪) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপকারার্থ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কর্তৃক প্রদত্ত বক্তৃতায় কোন মহাবিদ্যালয়ের ছাত্ৰগণ সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষের মাধ্যমে বা পেশকৃত আবেদনের ভিত্তিতে এবং ভাইস-চ্যান্সেলরের পূর্বনুমােদনক্রমে উপস্থিত থাকিতে পারবেন। (৫) কোন মহাবিদ্যালয়ের ছাত্রদের উপকারার্থ বিশ্ববিদ্যালয়ের কোন স্বীকৃত শিক্ষক কর্তৃক প্রদত্ত বক্তৃতার জন্য কোন মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ, ভাইস- র পর্ব , উপস্থিত থাকিতে পারিবেন : কেহে পস্থিত وعة তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষের মাধ্যমে উক্ত বক্তৃতায় উপস্থিত থাকিবার জন্য আবেদন করা না হইলে, যে মহাবিদ্যালয়ে বক্তৃতা দেওয়া হইতেছে সেই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বহিরাগত মহাবিদ্যালয়ের ছাকে উক্ত বক্তৃতায় উপস্থিত থাকবার অনুমতি দিবেন না। ১) রেজিষ্ট্রার, গ্রন্থাগারিক, মহাবিদ্যালয়ের পরিদর্শক, এবং কর্মকর্তাগণের নিয়োগ( مذS. তথ্য সম্পদমর্যাদা ও সমবেতনের অন্যান্য কর্মকর্তাগণ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে S) গঠিত বাছাই বাের্ডের সুপারিশক্রমে সিভিকেট কর্তৃক নিযুক্ত হইবেন, যথা: (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।