পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ Գե՞ খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ (গ) কোষাধ্যক্ষ; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন উন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞসহ দুইজন ব্যক্তি; (চ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি। 。 (২) উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত কর্মকর্তা ব্যতীত অন্যান্য কর্মকর্তাগণ èst নিযুক্ত হইবেন, যথা :- o (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন : o তবে শর্ত থাকে যে, যদি বিশ্ববিদ্যালয়ে কোন প্রো-ভাইস-চ্যান্সেলর থাকেন তাহা হইল তিনিই ইহরয়ােরমান হইলে ২২ (খ) কোষাধ্যক্ষ; o o, (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন উীন; o (ঘ) সিভিকেট কর্তৃক মনােনীত উহার একজন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরী করেন না; -1 (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞ। -N. রেজিষ্ট্রারের কর্তব্য S8 | রেজির বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মকর্ত হইবেন এবং তিনি (ক) বিশ্ববিদ্যালয়ের দলিল পত্র ও সাধারণ সীলমােহর এবং সিভিকেট তত্ত্বাবধায়ক হইবেন; o (খ) সাধারণত বিশ্ববিদ্যালয়ের অফিস সংক্রান্ত চিঠিপত্রের আদান-প্রদান & করিবেন; so (গ) সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং বোর্ড অব এ্যাডভান্সড় N s (ঘ) দফা (গ)-এ উল্লেখিত কর্তৃপক্ষসমূহের সকল সভায় উপস্থিত থাকিবেন o এবং ঐ সকল সভার কার্যবিবরণী লিপিবদ্ধ ও রক্ষণাবেক্ষণ করিবেন; o (ঙ) বক্তৃতা, হাতে কলমে প্রদর্শন, টিউটােরিয়াল, পরীক্ষাগারের কার্য, o গবেষণা, ব্যক্তিগত পড়াশুনাসহ একাডেমীয় শিক্ষকমণ্ডলীর কাজের -് সময়সূচী ও ব্যক্তিগত পথনির্দেশনার মাধ্যমে ছাত্রদের সহিত যোগাযোগ স্থাপন এবং তাহাদের সহশিক্ষাক্রমিক কার্যাবলীর তদারকীয় ব্যাপারে ডীনের সহিত যোগাযোগ রক্ষা করিবেন; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন রক্ষণাবেক্ষণ করিবেন;