পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ ᎼᎼᏄ ১৩। (১) ভাড়াটিয়া কর্তৃক ভাড়া পরিশোধ করা হইলে বাড়ী-মালিক ভাড়া আদায়ের রশিদ তৎক্ষণাৎ ভাড়া প্রাপ্তির একটি রশিদ বিধি দ্বারা নির্ধারিত ফরমে স্বাক্ষর করিয়া " ভাড়াটিয়াকে প্রদান করিবেন। (২) বাড়ী-মালিক ভাড়ার রশিদের একটি চেকমুড়ি সংরক্ষণ করিবেন। NON - অনাদায়যোগ্য ভাড়া ১০ ১৪। (১) যে ক্ষেত্রে কোন বাড়ীর ইত্যাদি ফেরৎ o (ক) ভাড়া বাবদ এমন কোন অর্থ প্রদান বা জমা করা হয় যাহা এই আইনের SS বিধান অনুযায়ী অনাদায়যোগ্য, অথবা ് (খ) প্রিমিয়াম, সালামী, জামানত বা অনুরূপ কোন অর্থ বা অগ্রিম ভাড়া o বাবদ এমন কোন অর্থ প্রদান বা জমা করা হয় যাহা এই আইন ও বিধান অনুযায়ী দাবী করা বা গ্রহণ করা নিষিদ্ধ, o - দেৱ আনক ভাল মধ্যে, অর্থ প্রদানকারী বা জমাকারীর আবেদনক্রমে, যে বাড়ী-মালিক উক্ত অর্থ গ্রহণ করিয়াছেন বা যাহার নামে উক্ত অর্থ জমা করা হইয়াছে তাহাকে উক্ত অর্থ ফেরৎ দেওয়ার জন্য বা উহা প্রদানকারী বা জমাকারীর ইচ্ছানুযায়ী উহা অন্য কোনভাবে সমন্বয় করিবার জন্য নির্দেশ দিতে পরিবেন। ২০ o (২) উপ-ধারা (১) এর অধীন নিয়ন্ত্রক কর্তৃক প্রদত্ত আদেশ যে আদালতে আদালতের একটি ডিক্রি । > ১৫। নিয়ন্ত্রক, বাড়ী-মালিক বা ভাড়াটিয়ার আবেদনের ভিত্তিতে, কোন নিয়ন্ত্রকের ক্ষমতা ও বাড়ীর মানসম্মত ভাড়া নির্ধারণ করিবেন এবং এমনভাবে উহা নির্ধারণ করিবেন " যেন উহার বাৎসরিক পরিমাণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্থিরকৃত উক্ত বাড়ীর বাজার মূল্যের ১৫% শতাংশের সমান হয়: No. তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে মানসম্মত ভাড়ার পরিমাণ Premises Rent Control Ordinance, 1986 (XXII of 1986) to win food সংশোধন বা পরিবর্তন না করা পর্যন্ত, এই ধারার অধীন নির্ধারিত মানসম্মত ভাড়া হিসাবে গণ্য হইবে। ost ১৬। (১) যেক্ষেত্রে ধারা ১৫ এর অধীন মানসম্মত ভাড়া নির্ধারণকালে মানসম্মত ভাড়া দরখাস্ত পেশ করার সময়ে প্রদেয় ভাড়া বৃদ্ধি বাহ্রাস করা হয় সেক্ষেত্রে দরখাস্ত ఫి পেশের তারিখের অব্যবহিত পরের মাস হইতে মানসম্মত ভাড়া প্রদেয় হইবে। মেয়াদ -