পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ○br বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুলিপি কোন আদালতে নিয়ন্ত্রকের আদেশ প্রমাণের জন্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে। বাড়ী-মালিকের বিনা ৩২। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন

ী:জ লাইসেলী হইতে বিদ্যুৎ সরবরাহ পাইতে পারবেন।

ব্যাখ্যা।- এই ধারায় লাইসেলী বলিতে Electricity Act, 1910 (IX of> 1910) এর section 2(h) licensee বলিতে যাহাকে বুঝাইয়াছে তাহাকে বুঝাইবে। ഠം് অব্যাহতি ৩৩। এই আইনের কোন কিছুই সরকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ く o বিধি প্রণয়নের ক্ষমতা ৩৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে \O(২) বিশেষ করিয়া এবং উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুন্ন না করিয়া অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান থাকিতে পরিবে, যথা: (ক) বাড়-মলিক কর্তৃক ধর ১৯ এর অধীন জমাকৃত ভাড়া উঠানোর পদ্ধতি: (খ) ধারা ২৯-এ উল্লিখিত অর্থ দণ্ড আদায়ের পদ্ধতি; o (গ) এই আইনের অধীন কোন তদন্তে নিয়ন্ত্রক, জেলা জজ, অতিরিক্ত জেলা ད། ཝ་ཝ་ এবং সাব-জজ কর্তৃক অনুসরণীয় পদ্ধতি; - eo ধারা ৩০(৫) এ উল্লিখিত আদেশ পুনর্বিবেচনার পদ্ধতি; ... O (ঙ) এই আইনের অধীন ইসুকৃত নোটিশ জারী করার পদ্ধতি: sè (চ) খরচ ও ফিস ধার্যকরণ, প্রেরণকরণ এবং খরচ ও ফিসের ক্রম নির্ধারণ; o كيم o (ছ) এই অধ্যাদেশের অধীন বিধি দ্বারা নির্ধারিত হওয়া প্রয়োজন এইরূপ Q অন্যান্য বিষয়।

হোজত wo(? I Premises Rent Control Ordinance, 1986 (XXII of 1986) -so অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এর মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও e$ (ক) উক্ত Ordinance এর অধীন প্রণীত বা প্রণীত বলিয়া গণ্য সকল বিধি, এই অধ্যাদেশের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে এবং রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত হইয়াছে বলিয়া গণ্য হইবে: 。 èst