পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ২১ (ড) “ক-শ্রেণীর মাদকদ্রব্য”, “খ-শ্রেণীর মাদকদ্রব্য” ও “গ-শ্রেণীর মাদকদ্রব্য” অর্থ প্রথম তফসিলে উল্লিখিত যথাক্রমে ক-শ্রেণীর মাদকদ্রব্য, খ-শ্রেণীর মাদকদ্রব্য ও গ-শ্রেণীর মাদকদ্রব্য; (ঢ) “মাদকাসক্ত” অর্থ শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী: ് (ণ) “মাদকাসক্তি নিরাময় কেন্দ্র” অর্থ এই আইনের অধীন স্থাপিত বা ঘোষিত o (ত) “লাইসেন্স” অর্থ এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্স: ് (থ) “স্থান” বলিতে যে কোন বাড়ী-ঘর, যান-বাহন স্থিতাবস্থায় বা চলমান যে <o ভাবেই থাকুক না কেন এবং মিন বদ, সমুদ্রক বদর ও বৈদেশিক ২০ ডাকঘর, বহিরাগমন চেক পোষ্ট ও শুল্ক ফাড়ি ইহার অন্তর্ভুক্ত হইবে। o ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের প্রাধান্য আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী বাংলাদেশের সর্বত্র কার্যকর থাকিবে। . റ് 8 (S) ॐ जवळ ज्या भूतपक्छ जाडीचा भागद्वेकड वार्ड জাতীয় মাদকদ্রব্য নামে একটি বোর্ড থাকিবে। o নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা (S) বাের্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:– (ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়ােজিত মন্ত্র, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;] o (খ) পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; ు o (ঘ) স্বাস্থ্যমন্ত্রায় বা বিভাগের দায়িত্বে নিয়ােজিত মন্ত্রী o (8) শিক্ষামন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়ােজিত মন্ত্রী (চ) তথ্য মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ছ) সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত so (জ) অর্থ মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; e$

  • “বাংলাদেশের সর্বত্র” শব্দগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ৩

ধারাবলে সন্নিবেশিত।

  • দফা (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৩০ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। * দফা (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৩০ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত।