পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ জাতীয় মহিলা সংস্থা আইন, ᎼᏱᏱᎩ পরিচালনা ও প্রশাসন ৫। (১) সংস্থার পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা পরিষদের উপর ন্যস্ত থাকিবে এবং সংস্থা যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে পরিষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। (২) সংস্থা উহার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত নীতি অনুসরণ করিবে। o প্রধান পৃষ্ঠপোষক ভজ লেখক চালি নদিক মনোনীত হইবেন। o কার্যাবলী ৭। সংস্থার কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- o (ক) জাতীয় জীবনের সকল ক্ষেত্রে মহিলাগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা: s (খ) মহিলাগণের জন্য কারিগরী ও জিলহুগুলির ব্যবস্থা করা: (গ) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে মহিলাগণকে সহায়তা দান করা: (ঘ) মহিলাগণের আইনগত অধিকারকর্থে সাহায্য করা: (8) পরিবার কল্যাণমূলক ব্যবস্থাদি গ্রহণে মহিলাগণকে উদ্বুদ্ধ করা: (চ) মহিলা কল্যাণে নিয়োজিত সরকারী ও বেসরকারী, দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের সহিতয়ােগযোগ স্থাপন কর ও সহযোগিতা করা: (ছ) জাতীয়জন কর্মকাণ্ডে মহিলাকে সম্পৃক্ত করার জন ষ্টে করা: (জ) সমবায় সমিতি গঠন ও কুটির শিল্প স্থাপনে মহিলাগণকে উৎসাহিত করা: இக் ও সাংস্কৃতিক ক্ষেত্রে মহিলাগণের অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করা: ১ (ঞ) মহিলাগণের স্বর্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলন, সেমিনার ও Q, কর্মশালার ব্যবস্থা করা; o @ (ট) উপরিউক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ N গ্রহণ করা। ཨ་ང་ལ་ཨོཾ་ཨ་ ৮। (১) পরিচালনা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : `o (ক) সরকার কর্তৃক মনোনীত একজন চেয়ারম্যান: ് (খ) পরিচালনা পরিষদের সদস্যগণ কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত একজন ভাইস-চেয়ারম্যান; (গ) প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষিকাগণের মধ্য হইতে দুইজন করিয়া বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত সদস্য: