জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ ২১৭ (৬) পরিষদ বা নির্বাহী কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। ১৫। কোন ব্যক্তি পদাধিকার বলে ব্যতীত অন্য কোনভাবে একই সংগে কতিপয় ক্ষেত্রে একই NQপরিষদ, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং উপজেলা কমিটির চেয়ারম্যান, :পি ് ভাইস-চেয়ারম্যান বা সদস্য হইতে পারিবেন না। so ১৬। পরিষদ, নির্বাহী কমিটির, জেলা কমিটি বা উপজেলা কমিটি গঠনে পরিষদ ইত্যাদি গঠনে কোন ক্রটি রহিয়াছে বা উহাতে কোন শূন্যতা রহিয়াছে শুধুমাত্র এই কারণে ಕ್ಗT পরিষদ, নির্বাহী কমিটি, জেলা কমিটির উপজেলা কমিটির কোন কার্যধারা <o" বেআইনী হইবে না বা তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না। & o ১৭। (১) সংস্থার একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা - সংস্থার তহবিল - NY (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান: <o (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; so (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; Q (খ) সংস্থর সম্পত্তি বিক্র হইতে প্রাপ্ত আয় (8) ཨ" ཨཱཿ ཕྱི་བ། ༢ཚེར་ན་ ཐ་ཝ་ཨ་ཧྥུ་ o (২) উক্ত তহবিল সংস্থার নামে কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এনজিরতি ততালিকজেণ্ডলার। (৩) উক্ত তহবিল হইতে সংস্থার প্রয়ােজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। (8) সংস্থা উক্ত তহবিল সরকার কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ ১৮। সংস্থা প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী অৰ্থ বাজেট বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত উল্লেখ থাকবে। ost ১৯। (১) সংস্থা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার হিসাব রক্ষণ করিবে হিসাব রক্ষণ ও এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। নিরীক্ষা
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।