২২ (ঝ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ পরিকল্পনা মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঞ) স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ট) (3) (ড) (ডড) (ঢ) (c) (ত) (२) (দ) (ধ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; ് আইন ও বিচার মন্ত্রণালয়: ് সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়;] ് সরকার কর্তৃক মনোনীত একজন প্রখ্যাত সমাজসেবক; ്ടം് ്`. সরকার কর্তৃক মনোনীত একজন এখত কেঙ্গে বাক্তি সরকা মনােনীত কলকাতার সরকার কর্তৃক মনোনীত একজন প্রখ্যাত সাংবাদিক; @" - সরকার কর্তৃক মনোনীত একজন প্রখ্যাত চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞ; o মহা-পরিচালক, যিনি বোর্ডের সচিবও হইবেন। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত কোন মন্ত্রণালয় বা বিভাগে যদি মন্ত্রী না থাকেন, তাহা হইলে ঐ মন্ত্রণালয় বা বিভাগের প্রতিমন্ত্রী, যদি থাকেন, বোর্ডের সদস্য হইবেন। ত’ (৪) বোর্ডের কোন মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে দুই বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন: o তবে শর্ত থাকে যে, সরকার যে কোন সময় তাহার মনোনয়ন বাতিল করিতে পারিবে । o (৫) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে কোন মনোনীত সদস্য স্বীয় SN পদ ত্যাগ করিতে পারবেন। বাের্ডের দায়িত্ব ও ৫। বোর্ডের নিম্নরূপ দায়িত্ব ও কর্তব্য থাকিবে, যথা:~ (ক) মাদকদ্রব্য-সৃষ্ট সম্ভাব্য ক্ষতিকর প্রতিক্রিয়া রোধকল্পে প্রয়োজনীয় so নীতিমালা প্রণয়ন এবং উহা বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ; CŞ (খ) মাদকদ্রব্য সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের জন্য যে কোন ধরনের গবেষণা বা জরিপ পরিচালনা; s দফা (ডড) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৩০ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।