পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২১ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ ১৯৯১ সনের ১৩ নং আইন [8 মে, ১৯৯১] NON নির্বাচন কর্মকর্তাগণের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের বিধানকল্পে প্রণীত আইন। ് যেহেতু সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন- * কর্মকর্তাগণের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; ് সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- * ১। (১) এই আইন নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ নামে সৃষ্টি শিরোনামা ও অভিহিত হইবে। o, প্রবর্তন ര് (২) ইহা ২৭শে ডিসেম্বর, ১৯৯০ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। o ২। বিষয় বা প্রসগের পরিপন্থী কোন কিছুনা থাকিলে এই আইনে সজ্ঞ (ক) “কমিশন” অর্থ সংবিধান অনুযায়ী গঠিতཕཱར་ཧྲོ་ཏེ་ কমিশন; റ് (খ) "চাকুর বিধি" বলতে চাকুরী সংক্রান্ত যে কোন আইন, বিধি, বিধান, ধন্যক্তি লিনিয়া ও অন্তর্ভুক্ত হবে (গ) “নির্বাচন” অর্থ কমিশন কর্তৃক বা উহার তত্ত্বাবধানে পরিচালিত বা অনুষ্ঠিত যে কোন নির্বাচন; の、 (ঘ) "নির্বাচন কর্মকর্তা অর্থ নির্বাচন সংক্রান্ত কোন দায়িত্ব বা কর্মে নিযুক্ত কোন ব্যক্তি এবং পোলিং ষ্টেশনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়ােজিত কোন ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে (ঙ) “নিয়োগকারী কর্তৃপক্ষ” অর্থ কোন ব্যক্তিকে চাকুরীতে নিয়োগকারী Q - কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ; ২। (চ) "রিটার্নিং অফিসার” অর্থ নির্বাচন সংক্রান্ত কোন আইনের অধীন o কমিশন কর্তৃক নিযুক্ত কোন রিটার্নিং অফিসার এবং রিটার্নিং \\ অফিসারের দায়িত্ব পালনরত কোন নির্বাচন-কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত -് হইবে। ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে বা কোন চাকুরী বিধিতে যাহা অধ্যাদেশের প্রাধান্য কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী কার্যকর থাকিবে।