ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২২৭ ধারাসমূহ ৬৯। কার্যধারা স্থগিত করা সম্পর্কে বাধা-নিষেধ ৭০। সরকারী অবসায়ক কর্তৃক প্রাথমিক প্রতিবেদন দাখিল ৭১। অগ্রাধিকারসম্পন্ন দাবীদার ইত্যাদির প্রতি নোটিশ ৭২। পাওনাদারদের সভা আহবান ইত্যাদির প্রয়োজনীয়তা রহিত করার ് ক্ষমতা ৭৩। হিসাবের খাতাদৃষ্টে আমানতকারীদের জমা প্রমাণিত গণ্য ് ৭৪। আমানতকারীগণের অগ্রাধিকারভিত্তিক পাওনা প্রদান è ৭৫। স্বেচ্ছায় অবসায়নে বাধা-নিষেধ o ৭৬। ব্যাংক-কোম্পানী এবং পাওনাদারদের মধ্যে আপোষ-মীমাংসা বা বিশেষ । Goo ব্যবস্থার উপর বাধা-নিষেধ ് ৭৭। ব্যাংক-কোম্পানীর ব্যবসা সাময়িকভাবে স্থগিতকরণ এবং ব্যাংক- s কোম্পানীর পূনর্গঠন বা একত্রীকরণ o সপ্তম খণ্ড so অবসায়নকার্যধারার দ্রুত নিস্পত্তি ত্ৰ ৭৮। অন্যান্য আইনের উপর সপ্তম খণ্ডের প্রাধান্য No ৭৯। ব্যাংক-কোম্পানীর সকল দাবীর ব্যাপারে হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত ৮০। বিচারাধীন মামলা স্থানান্তর o ৮১ ৷ দেনাদারগণের তালিকা ৮২। প্রদায়ক কর্তৃক (Contributaries) টাকা প্রদানের বিশেষ বিধান ৮৩। ব্যাংক-কোম্পানীর দলিল সাক্ষ্য হিসাবে গ্রহণ ৮৪ । পরিচালকদের জিজ্ঞাসাবাদ এবং হিসাব নিরীক্ষা ৮৫। দোষী পরিচালক, ইত্যাদি সম্পর্কে বিশেষ বিধান ৮৬। সম্পত্তি উদ্ধার, ইত্যাদিতে ব্যাংক-কোম্পানীর পরিচালক ও কর্মকর্তাগণ ৮৭। অবসায়নাধীন ব্যাংক-কোম্পানী সম্পর্কিত অপরাধের শাস্তির বিশেষ বিধান-২০ ৮৮। কতিপয় ক্ষেত্রে ব্যাংক-কোম্পানীর পরিচালক, ইত্যাদিকে প্রকাশ্যে জেরা ৮৯। আইন প্রবর্তনের সময় কার্যকর স্কীম বা ব্যবস্থার অধীনে কার্যরত -২ ব্যাংক-কোম্পানীর জন্য বিশেষ বিধান ৯০। আপীল ১৯৯১। বিশেষ তামাদি মেয়াদ e$ ৯২। অবসায়ন কার্যধারায় বাংলাদেশ ব্যাংকের পরামর্শ ৯৩ । তদন্তের ক্ষমতা ৯৪। প্রতিবেদন ও তথ্য আহবান করার ক্ষমতা ৯৫। অবসায়ক কর্তৃক অবসায়নাধীন ব্যাংক-কোম্পানীর সম্পত্তির দায়িত্ব গ্রহণে জেলা ম্যাজিষ্ট্রেটের সাহায্য
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।