ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৩১ "(গগ) “খেলাপী ঋণ গ্রহীতা” অর্থ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহার নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত অগ্ৰীম, ঋণ বা উহার অংশ বা উহার উপর অর্জিত সুদ বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত সংজ্ঞা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৬ (ছয়) মাস অতিবাহিত হইয়াছে : তবে শর্ত থাকে যে, খেলাপী ঋণ গ্রহীতা কোন পাবলিক লিমিটেড উহার শেয়ারের অংশ ২৫% এর অধিক না হইলে, উক্ত পাবলিক No লিমিটেড কোম্পানী স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে না : Q আরো শর্ত থাকে যে, পাবলিক লিমিটেড কোম্পানী ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে ് ঋণ গ্রহীতার শেয়ারের অংশ অনধিক ২০% হইলে উক্ত প্রতিষ্ঠান এই ം് দফার অধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে না।] S. কোম্পানীর পরিচালক না হইলে অথবা উক্ত কোম্পানীতে তাহার বা èst o পরিশোধ করিতে হইবে; o -l. (ঙ) “জামানতী ঋণ বা অগ্ৰিম” অর্থ সেই ঋণ বা অগ্রিম যাহা সম্পদের জামানত গ্রহণ করিয়া প্রদান করা হয় এবং যাহার মূল্য উক্ত সম্পদের বাজার মূল্য অপেক্ষা কোন সময়েই কম হয় না, এবং “অজামানতী ঋণ বা অগ্ৰিম” অর্থ সেই ঋণ বা অগ্রিম বা উহার কোন অংশ যাহা সম্পদের জামানত গ্রহণ করিয়া প্রদান করা হয়না; o (চ) “তফসিলি ব্যাংক” সেই অর্থে ব্যবহৃত হইয়াছে GT SIX Bangladesh Bank Order (P. O. No. 127 of 1972) Article 2 (j) & aeScheduled bank” of Toro; - ༤---- o শ(ছ) "দেনাদার” অর্থ লাভ-ক্ষতির ভাগাভাগি, খরিদ বা ইজারার ভিত্তিতে বা অন্য কোনভাবে আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণকারী ব্যক্তি, কোম্পানী বা প্রতিষ্ঠান এবং কোন জামিনদারও ইহার অন্তর্ভুক্ত হইবে: (5) “FRSF <UR<F” vN&í Bangladesh Banks (Nationalisation) Order, 1972 (Pp. No. 26 of 1972) & Wolfo GoF new bank; - N. (ঝ) পঞ্চনাদার অর্থে ও (১) লাভ-ক্ষতির ভিত্তিতে অর্থ গচ্ছিত রাখিয়াছেন এমন ব্যক্তি, - § কোম্পানী বা প্রতিষ্ঠান, বা] - N. e$ দফা (গগ) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ২৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
- দফা (ছ) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
- উপ-দফা (১) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ২ ধারাবলে
প্রতিস্থাপিত।