পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ごbr ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২) উপ-ধারা (১) এ যাহাই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন ব্যাংক-কোম্পানীর আমানতকারীগণের স্বার্থে, উক্ত বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (১) এ উল্লিখিত সময় অনধিক পাঁচ বৎসর পর্যন্ত বদ্ধিত করিতে পারিবে। 。 (5) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোন সম্পত্তির উল্লেখযোগ্য অংশ 3 ব্যাংক-কোম্পানীর প্রকৃত প্রয়োজনে ব্যবহৃত হইলে উক্ত সম্পত্তি ব্যাংক ব্যবস্থাপক প্রতিনিধি ১১। (১) কোন ব্যাংক কোম্পানী- o নিয়োগ নিষিদ্ধকরণ ও šo --- উপর বাধা নিষেধ (ক) উহার জন্য ব্যবস্থাপক প্রতিনিধি নিয়োগ করবেনা বা ব্যবস্থাপক প্রতিনিধির দ্বারা উহার ব্যবস্থাপনা পরিচালনা করবেন। বা o (খ) এমন কোন ব্যক্তিকে নিয়োগ করি বা এমন কোন ব্যক্তির নিয়ােগ অব্যাহত রাখিবেনা- eS (আ) যিনি দেউলিয়া ঘোষিত হইয়াছেন, বা কোন সময় দেউলিয়া ছিলেন, বা তাহার পাওনাদারের পাওনা পরিশোধ বন্ধ করিয়াছেন, বা পাওনাদারের সহিত আপোষ রফার মাধ্যমে পাওনা আদায় হইতে অব্যাহতি লাভ করিয়াছেন, বা নৈতিক স্থলনজনিত কারণে কোন ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডিত হইয়াছেন; (আ) যিনি তাঁহার পারিশ্রমিক বা পারিশ্রমিকের অংশ কমিশনের আকারে ༄། །ཐ་ কোম্পানীর লাভের অংশের আকারে গ্রহণ করেন : তবে শর্ত থাকে যে,এই উপ-দফার কোন কিছুই ব্যাংক-কোম্পানী কর্তৃক ു് প্রদত্ত নিম্নলিখিত বোনাস বা কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:– so (১) কোন আইনের অধীনে শিল্প বিরোধ সম্পর্কিত কোন নিস্পত্তি o বা রোয়েদাদ মোতাবেক, বা সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানী কর্তৃক *N প্রণীত কোন স্কীম অনুসারে বা ব্যাংক-কোম্পানী প্রচলিত Q - রীতি অনুসারে প্রদত্ত বোনাস; বা § (২) জামিনদার দালালসহ যে কোন দালাল, ক্যাশিয়ার, ঠিকাদার, oS মালামাল খালাস ও প্রেরণকারী প্রতিনিধি, নিলামদার বা, So নিয়োজিত অন্য যে কোন ব্যক্তিকে প্রদত্ত কমিশন; বা (ই) বাংলাদেশ ব্যাংকের মতানুসারে যাহার পারিশ্রমিক মাত্রাতিরিক্ত। ব্যাখ্যা ১ - এই উপ-দফার উদ্দেশ্য পূরণকল্পে, “পারিশ্রমিক” বলিতে ব্যাংক কোম্পানী কর্তৃক প্রদত্ত কোন ব্যক্তির বেতন, ফিস এবং বেতন-অতিরিক্ত