পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৩৯ সুবিধাদিও অন্তর্ভুক্ত হইবে, কিন্তু দায়িত্ব পালনের প্রয়োজনে তিনি যে প্রকৃত খরচ করিয়াছেন তাহা পরিশোধ করার জন্য যে অর্থ বা ভাতা তাহাকে দেওয়া হয় উহা অন্তর্ভুক্ত হইবে না; ব্যাখ্যা ২ - এই উপ-দফার উদ্দেশ্য পূরণকল্পে কোন পারিশ্রমিক মাত্রাতিরিক্ত কিনা ইহা নির্ধারণের জন্য বাংলাদেশ ব্যাংক নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনা 。 - (ক) ব্যাংক-কোম্পানীর আর্থিক অবস্থা, কর্মকান্ডের ব্যাপকতা, ব্যবসার SS পরিমাণ এবং উপার্জন ক্ষমতার সাধারণ বোক; ് (খ) উহার শাখা বা কার্যালয়ের সংখ্যা; ... . ~e)^ o (গ) পারিশ্রমিক প্রাপ্ত ব্যক্তির যোগ্যতা, বয়স এবং অভিজ্ঞতা; & (ঘ) ব্যাংক-কোম্পানীতে নিয়োজিত অন্যান্য ব্যক্তিকে অথবা প্রায় একই অবস্থাসম্পন্ন অন্যান্য ব্যাংক-কোম্পানীতে অনুরূপ পদে নিয়োজিত ব্যক্তিকে প্রদত্ত পারিশ্রমিকের পরিমাণ; এবং Q CŞ (ঙ) উহার আমানতকারীদের স্বার্থ। § o (গ) এমন ব্যক্তি দ্বারা পরিচালিত হইবে না, যিনি ২ o . Q ۶یر (অ) বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ না করিয়া, উক্ত ব্যাংককোম্পানীর সাবসিডিয়ারী কোম্পানী বা কোম্পানী আইনের ধারা ২৮ এর অধীন নিবন্ধীকৃত কোন কোম্পানী ব্যতীত অন্য কোন কোম্পানীর পরিচালক হিসাবে কার্যরত আছেন বা (আ) অন্য কেনবাহবাে পেশায় নিয়োজিত আছেন; বা - (ই) কোন সময়ে একাদিক্রমে পাঁচ বৎসরের অধিক সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন: তবে শর্ত থাকে যে, ব্যাংক-কোম্পানী পরিচালনার জন্য কোন চুক্তির o অনধিক পাচ বৎসরের জন্য নবায়ন বা বর্ধিত করা যাইবে : তবে আরও শর্ত থাকে যে, শুধুমাত্র উক্ত ব্যাংক-কোম্পানীর পরিচালক NQ হওয়ার কারণেই কোন পরিচালক, ব্যবস্থাপনা-পরিচালক ব্যতীত, eS এর ক্ষেত্রে এই দফার বিধানাবলী প্রযোজ্য হইবেনা। • “ধারা ২৮” শব্দ ও সংখ্যাটি “Section 26” শব্দ ও সংখ্যাটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।

  • "একাদিক্রমে” শব্দটি "একাধিক্রমে” শব্দটি পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের

১১ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।