পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ 及8@ ব্যাখ্যা।- এই উপ-ধারায় “পরিবার” অর্থে কোন ব্যক্তির স্ত্রী, স্বামী, পিতামাতা, পুত্র-কন্যা, ভাই-বোন এবং ঐ ব্যক্তির উপর নির্ভরশীল সকলকে বুঝাইবে ।] ১৫। (১) বাংলাদেশ ব্যাংক, তৎকর্তৃক আদেশ প্রদানের দুই মাসের মধ্যে নুতন পরিচালক NQবা তৎকর্তৃক বর্ধিত সময়ের মধ্যে, নূতন ব্যাংক বা বিশিষ্ট ব্যাংক ব্যতীত অন্য নির্বাচন ് যে কোন ব্যাংক-কোম্পানীকে এই আইনের বিধান অনুযায়ী উহার নূতন aš পরিচালক নির্বাচিত করার উদ্দেশ্যে উক্ত কোম্পানীর সাধারণ সভা আহবানের § নির্দেশ দিতে পারিবে। Q (২) উপ-ধারা (১) এর অধীন নির্বাচিত পরিচালক, উক্ত নির্বাচন অনুষ্ঠিত - Goo না হইলে, তাহার পূর্বসূরী যে তারিখ পর্যন্ত উক্ত পদে অধিষ্ঠিত থাকিতেন সেই & তারিখ পর্যন্ত পরিচালক পদে অধিষ্ঠিত থাকিবেন। ve (৩) এই ধারার অধীনে যথাযথভাবে অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে কোন আদালতে কোন প্রশ্ন উপস্থাপন করা যাইবে না। co শ(৪) বাংলাদেশ ব্যাংক আদেশ দ্বারা এই মর্মে বিধান করিতে পারিবে যে, নূতন ব্যাংক বা বিশিষ্ট ব্যাংক ব্যতীত অন্য যে কোন ব্যাংক কোম্পানীকে উহার উপদেষ্টা (যদি থাকে), ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, পদের নাম যাহাই হউক না কেন, এর নিযুক্তির পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করিতে হইবে এবং এইরূপ নিযুক্ত উপদেষ্টা, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে তাহার পদ হইতে বরখাস্ত করা, অব্যাহতি দেওয়া বা অপসারণ করা যাইবে না। M(৫) অন্য কোন আইন বা ব্যাংক-কোম্পানীর সংঘস্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কোন ব্যাংক-কোম্পানীর পরিচালক-পর্ষদে আমানতকারীদের মধ্য হইতে অনধিক দুইজন পরিচালক নিযুক্ত করতে পরিবে: o

  • [১৫ক। (১) এই আইনে বা অন্য কোন প্রচলিত আইনে যাহা কিছুই প্রধান নির্বাহী থাকুক না কেন, কোন ব্যাংক কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা, পদের নাম তুপলি যাহাই হউক না কেন, এর শূন্য পদের বিপরীতে অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার সার্বিক দায়িত্ব পালনে দায়বদ্ধ থাকিবেন।

> &°, “আইনের” শব্দটি “অধ্যাদেশের” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (৪) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ২৫ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।

উপ-ধারা (৫) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ১২ ধারাবলে সন্নিবেশিত। “ ধারা ১৫ক ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ২৫ নং আইন) এর ৯ ধারাবলে সন্নিবেশিত।