মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ২৫ (৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত উপধারাদ্বয়ে উল্লিখিত কোন মাদকদ্রব্য, দ্রব্য বা উদ্ভিদ কোন আইনের অধীন অনুমোদিত কোন ঔষধ প্রস্তুত শিল্পে ব্যবহার, চিকিৎসা বা কোন বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রয়োজন হইলে উহা এই আইনের অধীন প্রদত্ত (ক) লাইসেন্সবলে চাষাবাদ,] উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, আমদানী, রপ্তানী, o রবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ, সংরক্ষণ, গুদামজাতকরণ ও প্রদর্শন করা èst যাইবে; &o M(খ) পারমিটবলে প্রয়োগ ও ব্যবহার করা যাইবে;] ് (গ) পাসবলে বহন বা পরিবহন করা যাইবে। Ro ശ് “(৪) উপ-ধারা (৩) এর অধীন উৎপাদিত, প্রক্রিয়াজাত এবং আমদানীকৃত ২ মাদকদ্রব্যের মোড়ক ও লেবেলের উপর উহার অপব্যবহারের বিপদ সম্পর্কে · সতর্কবানী স্পষ্টাক্ষরে মুদ্রণ বা ছাপাংকন করিতে হইবে। &o (৫) যাত্রী পরিবহনে নিয়োজিত কোন জলযান, আকাশমান বা স্থলমানে জরুরী চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের নিয়ন্ত্রণে রক্ষিত প্রাথমিক চিকিৎসা পরিমাণ ঔষধ হিসাবে ব্যবহার যোগ্য মাদকদ্রব্য সংরক্ষণ, বহন, পরিবহন, প্রয়ােগ ও ব্যবহার করার ক্ষেত্রে এই ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না। _Q. So I (S) এই আইনের অধীন প্রদত্ত লুইসেল বাতিরেকে কোন ব্যক্তি- এ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধান (ক) কোন ডিষ্টিলারী বা ব্রিউয়ার স্থাপন করিতে পারিবেন না; പി. (খ) কোন এ্যালকোহল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, আমদানী, রপ্তানী, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ, সংরক্ষণ, ওদমজাতকরণ, প্রদর্শন ও ব্যবহার করিতে পারিবেন না; -\ * (গ) কোন এ্যালকোহল ঔষধ তৈরীর উপাদান হিসাবে ব্যবহার করিতে প্ররিকেননা। © so so جمیر so “ঔষধ প্রস্তুত শিল্পে ব্যবহার, চিকিৎসা” শব্দগুলি ও কমা “ঔষধ প্রস্তভূতের জন্য,” শব্দগুলি ও কমার পরিবর্তে O মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত। G * “চাষাবাদ," শব্দ ও কমাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ৫ ধারাবলে সন্নিবেশিত। দফা (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত। উপ-ধারা (৪) ও (৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ৫ ধারাবলে সংযোজিত। ෆ 8
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।